• প্রাক্তন অধ্যক্ষের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের আবেদন শুক্রবার শোনামাত্র খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে দায়ের জনস্বার্থ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই মামলাতেই বিবাদী হিসেবে যুক্ত হতে চান সন্দীপ। কেন ধর্ষণ-খুনের তদন্তের সঙ্গেই আর্থিক কেলেঙ্কারি জোড়া হয়েছে? তা নিয়ে প্রশ্ন তুলেই সওয়াল করা হয়। কিন্তু সর্বোচ্চ আদালত সেই আবেদন গ্রহণই করল না। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ শুনানির পর্যবেক্ষণে জানিয়ে দিল, ‘তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের সঙ্গে আর্থিক দুর্নীতির কোনও যোগ আছে কি না, সিবিআই সে সমস্ত তদন্ত করবে। কলেজের প্রিন্সিপাল থাকাকালীন যে ভয়াবহ ঘটনা ঘটেছে, তার দায় তো নিতেই হবে। আর সবচেয়ে বড় কথা, অভিযুক্ত হিসেবে হাইকোর্টের ওই জনস্বার্থ মামলায় যুক্ত হওয়ার কোনও অধিকারই নেই সন্দীপ ঘোষের। সিবিআই কোন অভিমুখে তদন্ত করবে, সেটাও আমরা আদালত নির্দেশ দিতে পারি না। অভিযুক্তও ঠিক করতে পারে না। তাই মামলা খারিজ। সিবিআইয়ের তদন্তের গতি কতটা এগিয়েছে, এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সোমবার একটি স্টেটাস রিপোর্ট জমা দেবে বলেও উল্লেখ করেন প্রধান বিচারপতি।

    সন্দীপের পক্ষে এদিন শীর্ষ আদালতে সওয়াল করেন আ‌ইনজীবী  মীনাক্ষি অরোরা। সঙ্গে ছিলেন আইনজীবী সিদ্ধার্থ চৌধুরী। অসুস্থতার কারণে প্রধান বিচারপতি এদিন ভার্চুয়াল শুনানি করেন। বাকি দুই বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র ছিলেন সুপ্রিম কোর্টে। কেন্দ্রীয় সরকারের পক্ষে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন দেশের সলিসেটর জেনারেল তুষার মেহতা।
  • Link to this news (বর্তমান)