• উলুবেড়িয়ার ধূলাসিমলায় কেন্দ্র-রাজ্যের উদ্যোগে হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুল
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া : হাওড়া জেলার উলুবেড়িয়া এক নম্বর ব্লকের ধূলাসিমলা গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে ইংরেজি মাধ্যম মডেল বিদ্যালয় তৈরি হতে চলেছে। ইতিমধ্যেই সরকারি জমি চিহ্নিত হয়ে গিয়েছে। ব্লক প্রশাসন সূত্রে খবর, টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। কাজ শীঘ্রই শুরু হবে। জেলা প্রশাসনের দাবি, সরকারি উদ্যোগে জেলায় এই ধরনের বিদ্যালয় প্রথম হতে চলেছে।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক দপ্তরের এমএসডিপি প্রকল্পে এই বিদ্যালয় তৈরি হচ্ছে। প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নিখরচায় আধুনিক পদ্ধতিতে পঠন পাঠন হবে। এখানে কম্পিউটার ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ছাড়াও খেলার মাঠ, অডিটরিয়াম থাকবে। বিদ্যালয় ভবন নির্মানে খরচ হবে পাঁচ কোটি ৭৫ লক্ষ টাকা। পুরোটাই দেবে কেন্দ্রীয় সরকার। জমি দেবে রাজ্য সরকার। বিদ্যালয় নির্মাণের পর শিক্ষক নিয়োগ থেকে অন্যান্য খরচ বহন করবে রাজ্য। উলুবেড়িয়া এক নম্বর ব্লক এলাকায় বিদ্যালয় তৈরির জন্য ২০১৯ সালে জেলা প্রশাসনের কাছ থেকে ব্লক প্রশাসনের কাছে প্রস্তাব আসে। জমি খুঁজতে বলা হয়। দীর্ঘদিন জমি খোঁজার পর চলতি বছরের প্রথম দিকে ধূলাসিমলায় জমি মেলে। ধূলাসিমলা উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা এলাকার মধ্যে পড়ে। এখানকার বিধায়ক ও রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় বলেন, ‘বিদ্যালয় তৈরির জন্য তিন বিঘা জমির প্রয়োজন ছিল। সেটা পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় গ্রামীণ এলাকায় এই ইংরেজি প্রতিষ্ঠান গড়ে উঠতে চলেছে।’
  • Link to this news (বর্তমান)