• আগরপাড়ায় ট্রেন অবরোধ ক্ষুব্ধ যাত্রীদের
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: ট্রেনের ঘোষণা ঠিক মতো হয় না। দীর্ঘদিন ধরে এই সমস্যায় তিতিবিরক্ত ছিলেন আগরপাড়া স্টেশনের নিত্যযাত্রীরা। শুক্রবার রাতে এমন ভুল ঘোষণায় ক্ষোভে ফুঁসে ওঠেন তাঁরা। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে আগরপাড়া স্টেশন। প্রায় ৪০মিনিট ট্রেন অবরোধ করেন তাঁরা।  রেলের তরফে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর অবরোধ ওঠে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ৮টা ৪০ মিনিট নাগাদ আগরপাড়া স্টেশনে পর পর ছ’টি লোকাল ট্রেন ঘোষণা ছাড়াই পেরিয়ে যায়। এরপর ভুল ঘোষণা হতেই যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, স্টেশন মাস্টারের ঘরে অভিযোগ জানাতে গিয়ে দেখেন সেখানে মদ্যপানের আসর বসেছে।  তাতে ক্ষোভ আরও চরমে পৌঁছে যায়। ট্রেন অবরোধ শুরু হয়। একজন মহিলা সাংবাদিক স্টেশন মাস্টারের ঘরে গেলে তাঁকেও হেনস্তা করা হয়। অভিযোগ, স্টেশন মাস্টারের এক আত্মীয় এই ঘটনা ঘটিয়েছেন। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে আপ ও ডাউনে রেল লাইন প্রায় ৪০ মিনিট ট্রেন অবরোধ করেন। পরে রেল আধিকারিকদের আশ্বাসে অবরোধ উঠে যায়।
  • Link to this news (বর্তমান)