• রাতে নাকা চেক পোস্টে ট্রাফিক সার্জেন্টকে ধাক্কা বাইকচালকের
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের রাতের শহরে পুলিস অফিসারকে ধাক্কা বেপরোয়া চালকের। ক্যামাক স্ট্রিটের পর এবার মধ্য কলকাতার মহাত্মা গান্ধী রোড। বিপজ্জনক গতিতে আসা বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের এক সার্জেন্ট। কলকাতা পুলিসের তরফে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে মহাত্মা গান্ধী রোড ও কালাকার স্ট্রিটের সংযোগস্থলে নাকা তল্লাশি চলছিল। সেই চেক পোস্টে উপস্থিত ছিলেন হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের সার্জেন্ট সীমান্ত রায়চৌধুরী, বড়বাজার থানার এসআই ও এএসআই। রাত ১২টা নাগাদ হাওড়ার দিক থেকে আসা একটি বাইককে আটকায় কর্তব্যরত পুলিস অফিসাররা। কিন্তু, চালক গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় হাত দিয়ে বাইকটিকে রোখার চেষ্টা করেন সার্জেন্ট। তখন বাইকচালক তাঁকে ধাক্কা মারলে পড়ে যান তিনি। তাঁর উপর দিয়েই বাইক চালিয়ে দেওয়ার চেষ্টা করে বেপরোয়া চালক। অভিযুক্ত আনন্দ ঝাকে (২১) পাকড়াও করেছেন বড়বাজার থানার আধিকারিকরা। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ট্রাফিক সার্জেন্টকে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। কলকাতা পুলিস জানিয়েছে, অভিযুক্ত যুবকের কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল না। ট্রাফিকবিধি না মেনে বাইক চালাচ্ছিলেন যুবক। বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে। সরকারি কাজে বাধা, কর্তব্যরত পুলিসের গায়ে হাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে যুবককে।
  • Link to this news (বর্তমান)