• বাঁশদ্রোণীর দু’টি কমিটিকে দুর্গাপুজোর ছাড়পত্র কোর্টের
    বর্তমান | ০৭ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ শহরতলির বাঁশদ্রোণী এলাকায় দু’টি পুজো কমিটিকে দুর্গাপুজো আয়োজনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বাঁশদ্রোণী কালিতলা পার্ক (দক্ষিণ) নাগরিক সেবা সমিতি ও বাদলপল্লি মহিলা দুর্গোৎসব কমিটির কর্মকর্তাদের অভিযোগ ছিল, তারা দুর্গাপুজোর অনুমতির জন্য আবেদন করেছিল। আসান পোর্টালে নথিভুক্তির জন্য তাঁরা কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার ও বাঁশদ্রোণী থানার আইসি’র কাছে আর্জি জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন গ্রহণ করা হয়নি। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠলে রাজ্যের আইনজীবী বলেন, কলকাতা পুরসভার তরফে ওই দু’টি পুজোর অনুমতি দেওয়া হলে বাঁশদ্রোণী থানার তাতে কোনও আপত্তি নেই। রাজ্যের এই বক্তব্য শোনার পরই ওই দু’টি পুজো আয়োজনের অনুমতি দেন বিচারপতি ভরদ্বাজ। পাশাপাশি আদালত নির্দেশে জানিয়েছে, পুজোর দিনগুলিতে যাতে কোনওভাবে ওই এলাকায় আইনশৃঙ্খলার অবনতি না হয়, তা পুলিসকে নিশ্চিত করতে হবে।
  • Link to this news (বর্তমান)