দেবের পোষ্টের পাল্টা পোস্ট করে কুণাল লেখেন, 'দেব, দিদি যে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন, সেটা ছবিতেই স্পষ্ট। উদ্বোধন দুবার হয় না। দুটো যন্ত্র এলেও হয় না। আর চলতি পরিস্থিতির কথা যদি বলো, আমরা সৈনিকরা বিষপান করেও লড়ছি, অপ্রিয় হচ্ছি। যারা দল, সরকারকে গালমন্দ করছে, পেশা ও সৌজন্যের নামে তাদের সঙ্গে আদিখ্যেতা করি না।' শুধু এতেই থেমে থাকেননি কুণাল। আরও একটি পোস্টে কুণাল লেখেন, '@idevadhikari দিদির উদ্বোধন ছবিতেই স্পষ্ট। যত যন্ত্র আসুক, উদ্বোধন দুবার হতে পারে না। উদ্বোধক বদলায় না। এসব টুপি সিনেমায় দিও। আর পরিস্থিতি? আমরা, শ্রমজীবী সৈনিকরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছি। তুমি চৈতন্যদেব সাজছো। পেশা, সৌজন্যের নামে কুৎসাকারীদের সঙ্গে আদিখ্যেতা করছ।
এরপর গণেশ ঠাকুরের ছবি দিয়ে দেব লেখেন,'ভগবান আমাদের সবাইকে সৎবুদ্ধি দিক। #ganapatibappamorya'। কুণালের আক্রমণের পর এই পোস্ট ঠিক কাকে ইঙ্গিত করছে! এসব ভেবে না উঠতেই কুণাল আবার পাল্টা পোস্ট করে লেখেন, 'ভগবান সব দুমুখো সুবিধাবাদীর মুখোশ খুলে দিক।' পোষ্টের শেষে তিনিও জুড়ে দেন গণেশ ঠাকুরের ছবি।