• বারাসত-বনগাঁ লাইনে ট্রেন 'লেট', কবে মিটবে সমস্যা? জানাল রেল
    এই সময় | ০৮ সেপ্টেম্বর ২০২৪
  • বারাসত-বনগাঁ শাখায় সময়ের থেকে বিলম্বে চলছে ট্রেন, শনিবার এই অভিযোগ তুলেছেন নিত্যযাত্রীরা। ট্রেনগুলি প্রায় ২০ মিনিট দেরিতে চলছে বলে অভিযোগ যাত্রীদের। পূর্ব রেলের তরফে অবশ্য জানানো হচ্ছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সমস্যা হচ্ছে। সেই কাজ মিটে যাওয়ার পর রবিবার থেকে নির্ধারিত সময়েই চলাচল করবে ট্রেন।অন্যান্য দিন মধ্যমগ্রাম স্টেশন দিয়ে বেশ কিছু শিয়ালদহমুখী ট্রেন ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়েও চালানো হয়। কিন্তু এ দিন শিয়ালদহমুখী ট্রেনগুলি ২ নম্বর স্টেশন দিয়ে চালানো হচ্ছিল। এই কারণে ট্রেন লেট হচ্ছে বলে আশঙ্কা যাত্রীদের। মধ্যমগ্রাম স্টেশন থেকে শিয়ালদহ যাওয়ার জন্য অপেক্ষারত যাত্রী মালবিকা দে বলেন, ‘আমার ট্রেন প্রায় ২০ মিনিট লেট। গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে বিস্তর সমস্যার মুখোমুখি হতে হবে।’

    অপর যাত্রী অন্বেষা মজুমদারের কণ্ঠেও ক্ষোভ। তিনি বলেন, ‘ট্রেন লেটের ঘটনা নিত্য হয়ে দাঁড়াচ্ছে। যদি কোনও কাজ থাকে তা রাত্রে করা উচিত, যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয়। আমরা প্রায়ই সমস্যার মুখোমুখি হচ্ছি। রেলের তরফে সদর্থক পদক্ষেপ করা উচিত যাতে এই ধরনের সমস্যা না হয়।’

    যাত্রীদের এই অভিযোগ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘এই লাইনে সিগন্যালিং সংক্রান্ত কোনও সমস্যা নেই। ট্রেন সামান্য লেটে চলছে কারণ রক্ষণাবেক্ষণের কাজের জন্য। তা আজকের মধ্যেই হয়ে যাবে। রবিবার থেকেই স্বাভাবিক সময়েই চলবে ট্রেন।’
  • Link to this news (এই সময়)