• মাটিগাড়ার ধর্ষণ ও খুন কাণ্ডে দোষীর ফাঁসির সাজা শোনাল আদালত
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আর জি কর হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে আন্দোলন শুরু হয়েছে। দোষীর চরম শাস্তির ডাক দেওয়া হচ্ছে। এরই মধ্যে অপর একটি ধর্ষণ ও খুনের মামলায় সর্বোচ্চ সাজার শাস্তি শোনাল শিলিগুড়ি আদালত। দার্জিলিং জেলার মাটিগাড়ায় স্কুলের ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীকে ফাঁসির শাস্তি শোনানো হয়েছে।

    ২০২৩ সালে ২১ আগস্টের ঘটনা, মাটিগাড়ায় এক একাদশ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। নাবালিকার পরিচয় লুকোতে ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছিল নির্যাতিতার মুখ। ভয়ঙ্কর এই ঘটনায় শিউরে উঠেছিল রাজ্যবাসী। ঘটনায় অভিযুক্ত ছিল মহম্মদ আব্বাস।

    গত বৃহস্পতিবারই এই অপহরণ, ধর্ষণ ও খুনের ঘটনায় আব্বাসকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। এরপর শনিবার অর্থাৎ আজ তাঁকে ফাঁসির সাজা শোনানো হল। মামলা রুজুর এক বছরের মধ্যে এই সাজা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অপহরণের মামলায় ৭ বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। মৃত ছাত্রীর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছে আদালত।
  • Link to this news (বর্তমান)