মদ খেয়ে ভুল ঘোষণায় হেনস্তা যাত্রীদের, সাসপেন্ড আগরপাড়ার সেই রেলকর্মী
প্রতিদিন | ০৮ সেপ্টেম্বর ২০২৪
সুব্রত বিশ্বাস: মদ্যপ অবস্থায় ট্রেনের ভুল সময় ঘোষণার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। যার জেরে শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল শিয়ালদহ মেন শাখার আগরপাড়া স্টেশন। শনিবার অভিযুক্ত সেই রেলকর্মীকে (পোর্টার) সাসপেন্ড করল রেল। অভিযুক্ত পোর্টারের ট্রেনের সময় ঘোষণার অধিকার না থাকা সত্বেও তিনি কীভাবে নিয়ম ভেঙে এই কাজ করলেন, সেই কৈফিয়ৎও আগরপাড়ার স্টেশন মাস্টারের কাছে চেয়েছে রেল। পাশাপাশি অভিযুক্ত পোর্টারের রক্তের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
শিয়ালদহের সিনিয়র ডি সি এম পবন কুমার জানান, পোর্টার এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন। কেন এভাবে মদ্যপ অবস্থায় তিনি ঘোষণা করেছিলেন, তার সদুত্তর এখনও পাওয়া যায়নি। এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে রেলের তরফে। রক্তের রিপোর্ট এলেই কড়া পদক্ষেপ করা হবে দোষীদের বিরুদ্ধে। এই ঘটনার পর কমার্শিয়াল বিভাগের সঙ্গে অপারেশন বিভাগের মতানৈক্য শুরু হয় বলেও জানা গিয়েছে।