পড়ুয়াদের ক্যারাটে প্রশিক্ষণ, বিশেষ উদ্যোগ তিলোত্তমার স্কুলে
এই সময় | ০৮ সেপ্টেম্বর ২০২৪
আরজি কর কাণ্ডের পর নারী সুরক্ষার দাবিতে রাস্তায় নামছেন সাধারণ মানুষ। মহিলাদের সুরক্ষা প্রদানে উদ্যোগী জেলা প্রশাসন। এ বার আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসকের ছোটবেলার স্কুলে ছাত্রীদের আত্মরক্ষার বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হল। ছাত্রীদের যে কোনও বিপদসঙ্কুল পরিস্থিতিতেই মোকাবিলা করার জন্য এই উদ্যোগ বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।তিলোত্তমা সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠ গার্লস হাই স্কুল থেকে পড়াশোনা করেছেন। আরজি কর কাণ্ডে যখন রাজ্য উত্তাল, তখন নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণের জন্য এগিয়ে আসল স্কুল কর্তৃপক্ষ। পড়ুয়াদের ক্যারাটে প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী হওয়ার বার্তা দেওয়া হল একটি কর্মশালায়।
ক্যারাটে প্রশিক্ষকরা এদিন পড়ুয়াদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখান। নিজেকে আত্মরক্ষার জন্য কী করণীয়, সে ব্যাপারে পড়ুয়াদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এক ছাত্রীর কথায়, ‘অনেকেই এখন ক্যারাটে শিখছে। আমাদের সেই সুযোগ হয়নি। তবে, স্কুলেই এই প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার জন্য আমার খুবই উপকৃত হয়েছি।’
প্রসঙ্গত, চন্দ্রচূড় বিদ্যাপীঠ গার্লস হাই স্কুলের পাশাপাশি মাসুন্দা (নব বারাকপুর) উচ্চ বালিকা বিদ্যালয়েও এদিন বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এই স্কুলে ইতিমধ্যেই প্রতি সপ্তাহে রবিবার সকাল আটটা থেকে ছাত্রীদের পাশাপাশি এলাকার মহিলাদেরও শেখানো হচ্ছে আত্মরক্ষার কৌশল। নামমাত্র খরচে এখন বহু মহিলাই শিখছেন ক্যারাটে। অভিজ্ঞ শিক্ষক দ্বারা শেখানো হচ্ছে আত্মরক্ষার উপায়। স্কুলছাত্রীরা এই প্রশিক্ষণ পেয়ে অনেকটাই উপকৃত বলে জানানো হয়েছে।
এসিপি (ঘোলা) তনয় চট্টোপাধ্যায় বলেন, ‘ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে বিভিন্ন স্কুলে ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আগামী দিনে কমিশনারেটের বিভিন্ন স্কুলে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’