• মুরারইয়ে জাল লটারির টিকিটের কারবার, ধৃত ৩
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, রামপুরহাট: জাল লটারির টিকিট বিক্রি চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করল মুরারই থানার পুলিস। শুক্রবার রাতে তাদের মুরারইয়ের ঘুসকিরা গ্রাম থেকে ধরা হয়। পুলিসের দাবি, ধৃতদের কাছ থেকে বেশকিছু জাল লটারির টিকিট উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল আসরাফ আলি, আজাদ আলি ও রাকেশ সর্দার। তিনজনের বাড়ি ঘুসকিরা গ্রামে। শুক্রবার রাতে তারা জাল টিকিট নিয়ে গ্রামে ঢুকছিল। সেই সময়ই পুলিস তাদের হাতেনাতে পাকড়াও করে। উল্লেখ্য, মুরারইয়ে রাজ্যের নামী লটারি কোম্পানির হুবহু জাল টিকিট বিক্রির অভিযোগ এই প্রথম নয়। বছর দুয়েক ধরেই এই কারবার মাথাচাড়া দিয়েছে। কয়েকমাস অন্তর এক-দু’জন করে জাল লটারির টিকিট বিক্রেতা ধরা পড়ে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে লটারির জাল টিকিট বিক্রি করে প্রতারণার চক্র আবার সক্রিয় হয়ে উঠেছে জেলায়। যার মধ্যে মুরারই অন্যতম। গত পাঁচ মাসে মুরারই থানার পুলিসের হাতে জাল টিকিট সহ ২০ জনেরও বেশি গ্রেপ্তার হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর জাল টিকিট। তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, ঝাড়খণ্ড থেকে এই জেলায় জাল টিকিট প্রবেশ করছে। দুমকায় ছাপানো হচ্ছে জাল টিকিট। 
  • Link to this news (বর্তমান)