• কান্দিতে গণেশ পুজো ঘিরে উন্মাদনা তুঙ্গে
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কান্দি: গণেশ পুজো ঘিরে উন্মাদনায় মাতলেন কান্দির বাসিন্দারা। শনিবার কান্দি শহরে বেশ কয়েকটি জায়গায় গণেশ পুজো ঘিরে উৎসবের মেজাজ তৈরি হয়েছে। তবে কান্দি পেট্রলপাম্প এলাকায় বিগবাজেটের পুজোয় উন্মাদনা ছিল বেশি। সেখানে টানা তিন বছর পুজো করা হচ্ছে। পুজো উপলক্ষ্যে আলোকসজ্জায় সাজানো হয়েছে গোটা চত্বর। মেলাও বসেছে। শনি ও রবিবার দু’দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। পুজো কমিটির সম্পাদক সুমন্ত রুজ বলেন, এনিয়ে টানা তিন বছর ধরে পুজো করা হচ্ছে। সোমবার সন্ধ্যায় শোভাযাত্রার মাধ্যমে গণেশ দেবতার বিসর্জন হবে।
  • Link to this news (বর্তমান)