• মালদহ, গঙ্গারামপুরে সাড়ম্বরে গণেশ পুজো
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, মালদহ ও গঙ্গারামপুর: শনিবার মালদহ শহর সহ বিভিন্ন ব্লকে সাড়ম্বরে হল গণেশ পুজো। শহরের কৃষ্ণপল্লীর বিনায়ক সঙ্ঘ নতুন করে গণেশ পুজো চালু করেছে এবছর। তাঁদের মূল আকর্ষণ ১৪ ফুটের মূর্তি।

    মকদুমপুর এলাকাতেও এদিন বিশালাকার গণেশ মূর্তির পুজো হয়। মালদহ কলেজ গেট সংলগ্ন এলাকার পাশাপাশি নরহাট্টা, কোতোয়ালি, চাঁচল, গাজোল, পুরাতন মালদহ, মানিকচক বৈষ্ণবনগর সহ বিভিন্ন এলাকায় এদিন ছোট থেকে বড় মাপের গণেশ পুজো হয়। পুজো উপলক্ষ্যে এদিন মালদহ ভালোই বিক্রি হয়েছে গণেশের প্রিয় খাবার মোদক। অনেকে সাধারণ ও ক্ষীরের মোদক  অর্ডার করেন অনলাইনে।

    অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর দুর্গাবাড়ি পাড়ার গণেশ পুজোর এবার তৃতীয় বর্ষ। শহরে আর কোথাও পুজোর আয়োজন না হওয়ায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে দুর্গাবাড়ি পাড়া।  ৭ নং ওয়ার্ড দুর্গাবাড়ি পাড়া পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের এলাকা। তিনি গণেশ মূর্তিতে মালা দিয়ে পুজোর উদ্বোধন করেন। বুধবার প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। বৃহস্পতিবার দুঃস্থদের চক্ষু পরীক্ষা ক্যাম্প হবে। 

    প্রশান্ত মিত্র বলেন, আমাদের শহরে গণেশ পুজোর চল ছিল না। আমার ওয়ার্ডের যুবকেরা উদ্যোগ নেওয়ায় তাদের পাশে ছিলাম।
  • Link to this news (বর্তমান)