• সিগন্যাল বিভ্রাট, থমকে গেল ইন্টারসিটি এক্সপ্রেস
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কালিয়াগঞ্জ: সিগন্যাল বিভ্রাটের কারণে ৪০ মিনিট থমকে গেল শিলিগুড়িগামী রাধিকাপুর-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। শনিবার বিকাল ৪ টা ১৭ নাগাদ কালিয়াগঞ্জ রেল স্টেশন থেকে ট্রেনটি বেরতেই সবুজ আলো লাল হয়ে যায়। সঙ্গে সঙ্গে আটকে দেওয়া হয় ট্রেনটিকে। বিবেকানন্দ মোড়ের রেলগেট বন্ধ হয়ে যাওয়ায় পুনরায় স্টেশনে এনে ৪ টা ৫৭ মিনিটে ডেমুটি রায়গঞ্জের উদ্দেশে ছাড়া হয়। কালিয়াগঞ্জের স্টেশন মাস্টার বিশ্বজিৎ স্বর্ণকার বলেন, যান্ত্রিক গোলযোগের কারণে এই সমস্যা হয়েছিল। পরে ম্যানুয়ালি ট্রেনটিকে গন্তব্যে পাঠানো হয়। এর আগেও ১৩ আগস্ট সিগন্যাল বিভ্রাটের কারণে একইভাবে কালিয়াগঞ্জে থমকে গিয়েছিল কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস। বারবার সিগন্যাল বিভ্রাটে  রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
  • Link to this news (বর্তমান)