• শকুন দিবসে পডুয়াদের নিয়ে অনুষ্ঠান
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: গবাদিপশুদের ব্যথা কমায় ডাইক্লোফেনাক নামে একটি ওষুধ। মৃত গবাদিপশুর মাংস খেলে এই ওষুধের প্রভাবে আবার মৃত্যু হয় শকুনের। কেন্দ্রীয় স্বাস্থ্যদপ্তর নিষিদ্ধ করার পরেও চোরাপথে বিভিন্ন জায়গায় এই ওষুধটি ব্যবহার হচ্ছে। শনিবার রাজাভাতখাওয়া প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক শকুন দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রিত হিসেবে ছিলেন দার্জিলিং, আলিপুরদুয়ার, তুফানগঞ্জ ও কোচবিহারের এবিএন শীল সহ পাঁচটি কলেজের ৪৫ জন পড়ুয়া। আরও ভালো করে শকুন সংরক্ষণের জন্য পড়ুয়ারা বনদপ্তরের কাছে এই ওষুধটিকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করার প্রস্তাব দেয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম ডিভিশনের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণান পি জে বলেন, কলেজ পড়ুয়াদের কাছে প্রস্তাব চাওয়া হয়েছিল শকুন সংরক্ষণে আরও কী কী করা যেতে পারে। পড়ুয়ারা ডাইক্লোফেনাক নিষিদ্ধ করার পাশাপাশি শকুন সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে স্কুলস্তরে সচেতনতা গড়ে তোলার প্রস্তাব দিয়েছে। পড়ুয়াদের এই প্রস্তাব ভেবে দেখা হচ্ছে। বর্তমানে রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্রে মোট ১৬৯টি শকুন আছে।
  • Link to this news (বর্তমান)