• রাজবংশী ভাষায় সার্টিফিকেট কোর্সের নতুন পড়ুয়াদের বরণ
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রাজবংশী ভাষায় সার্টিফিকেট কোর্সে বাড়ছে পড়ুয়াদের উৎসাহ। শনিবার বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনার শেষে এই ভাষাটির শ্রীবৃদ্ধির পক্ষে সওয়াল করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপককুমার রায়। এদিন বিশ্ববিদ্যালয়ে রাজবংশী ভাষায় সার্টিফিকেট কোর্সের নতুন পড়ুয়াদের বরণ করে নেওয়া হয়। কোর্স সম্পূর্ণ করা পড়ুয়াদের শংসাপত্রও দেওয়া হয়। যেখানে রাজবংশী ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন উপাচার্য। 

    তিনি বলেন, আঞ্চলিক ও প্রান্তিক ভাষা হিসেবে রাজবংশী ভাষা শিক্ষার ব্যাপারে গতবছর থেকেই উদ্যোগ শুরু হয়েছে। রাজবংশী ভাষায় ৬ মাসের বিশেষ সার্টিফিকেট কোর্স চালু হয়েছে। যেখানে গতবার ৯৮ আসন ছিল। এবার চাহিদা অনুযায়ী আসন সংখ্যা বাড়িয়ে ১০০ করা হয়েছে। ইতিমধ্যে সবকটি আসন পূরণ হয়েছে। সপ্তাহে দু’দিন বাংলা বিভাগের মাধ্যমে এই ভাষা শিক্ষার আয়োজন হয় বিশ্ববিদ্যালয়ে।
  • Link to this news (বর্তমান)