• সাফাইকর্মীদের জন্য বিশেষ শিবিরের নির্দেশ
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সাফাইকর্মীদের নিয়ে বিশেষ শিবির করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। এর নাম দেওয়া হয়েছে ‘সাফাই মিত্র সুরক্ষা শিবির’। এ সংক্রান্ত একটি চিঠি রাজ্যকে পাঠানো হয়েছে। জেলায় জেলায় কোথায় কত সাফাইকর্মী রয়েছেন, তাঁদের কাজ অনুযায়ী আলাদাভাবে চিহ্নিত করতে হবে প্রশাসনকে। অর্থাৎ যাঁরা বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করেন অথবা কঠিন ও তরল বর্জ্য নিষ্কাশন ইউনিটে পচনশীল ও অপচনশীল বর্জ্য পৃথকীকরণের কাজ করেন—এরকম কর্মীদের আলাদা করে তালিকা বানাতে বলা হয়েছে। এই শিবিরে ওই সাফাইকর্মীদের স্বাস্থ্যপরীক্ষা থেকে শুরু করে অন্যান্য পরিষেবা প্রদান করা হবে। বাছাই করা কিছু সাফাইকর্মীকে দেওয়া হবে পিপিই কিট। সরকারি আধিকারিকদের মতে, সাফাইকর্মীদের সুরক্ষা ও স্বাস্থ্যের দিক দিয়ে খেয়াল রাখতেই এই শিবিরের উদ্যোগ নেওয়া হয়েছে। শিবির শেষে প্রত্যেক সাফাইকর্মীকে দেওয়া হবে একটি করে ডিগনিটি কার্ড। সংশ্লিষ্ট কর্মী কী কী সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, ওই কার্ডে তা উল্লেখ করা থাকবে। 
  • Link to this news (বর্তমান)