• আধার কার্ড নিয়ে নয়া শর্ত অসম সরকারের
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৪
  • গুয়াহাটি: এনআরসি প্রক্রিয়ায় অংশগ্রহণ না করলে নতুন করে কেউ আধার কার্ড পাবে। অসমে বসবাসরত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এবার এমনই শর্ত দিতে চলেছে হিমন্ত বিশ্বশর্মার সরকার। আগামী দশ দিনের মধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছেন হিমন্ত। ১ অক্টোবর থেকে আধার কার্ড পেতে হলে আরও কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ধুবড়ি জেলায় জনসংখ্যার থেকে অনেক বেশি আধার কার্ড তৈরি হয়েছে। আর এই থেকেই সন্দেহ করা হচ্ছে যে, অনুপ্রবেশকারীরা (মূলত বাংলাদেশি) ভারতে ঢুকে আধার কার্ড তৈরি করে বসবাস করতে শুরু করেছে। তাই নতুন আধার কার্ড তৈরির জন্য এনআরসিতে নাম থাকা বাধ্যতামূলক। তবে চা বাগান এলাকায় এই নির্দেশিকা কার্যকর হবে না।

    চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত অসমে ৫৪ জন অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে ৪৫ জনকে দেশে ফেরত্ পাঠানো হয়েছে। আর ৯ জনকে করিমগঞ্জে গ্রেপ্তার করা হয়। কিন্তু আশঙ্কা করা হচ্ছে উত্তর অসম ও আপার অসমের জেলাগুলিতে আরও অনুপ্রবেশকারী লুকিয়ে রয়েছে। যা জাতীয় সুরক্ষার পক্ষে নিরাপদ নয়। অনুপ্রবেশ ঠেকাতে অসম পুলিস বর্ডার অর্গানাইজেশনকে একাধিক নির্দেশ পাঠিয়েছে রাজ্য সরকার। হিমন্ত বলেন, ‘এনআরসি আপডেটের পর অনুপ্রবেশকারীদের আটকের সংখ্যা অনেক কমেছে। গত কয়েকমাসে আমরা ২০-৩০ জন বাংলাদেশিকে হয় গ্রেপ্তার করেছি, নাহলে ফেরত্ পাঠিয়েছি। কিন্তু অনুপ্রবেশকারীদের ঠেকানোর প্রক্রিয়া আরও শক্তপোক্ত করতে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে।’
  • Link to this news (বর্তমান)