• বড়তলায় পুলিস অফিসারকে মারধরে গ্রেপ্তার দুই বৃহন্নলা
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার রাতে বড়তলা থানা এলাকায় কর্তব্যরত এক এএসআইকে নিগ্রহের ঘটনায় অভিযুক্ত দুই বৃহন্নলাকে গ্রেপ্তার করেছিল পুলিস। শনিবার ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। বিচারক তাঁদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

    আদালত সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বড়তলার থানার অরবিন্দ সরণিতে পুলিস টহল দিচ্ছিল। বেআইনি পার্কিং নিয়ে সেখানে একটি ঝামেলা বাঁধে। তখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন দুই বৃহন্নলা। অভিযোগ, তাঁরাও সেই ঝামেলায় জড়িয়ে পড়েন। পুলিস ঝামেলা মেটাতে গেলে এক কর্তব্যরত এএসআইকে মারধরের অভিযোগ ওঠে দুই বৃহন্নলার বিরুদ্ধে। জখম অবস্থায় ওই পুলিস অফিসারকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    এদিন সরকারি কৌঁসুলি দীপনারায়ণ পাকড়াশি আদালতে ধৃতদের জামিনে জোরালো আপত্তি জানান। যদিও অভিযুক্তদের আইনজীবীরা যে কোনও শর্তে তাঁদের মক্কেলদের জামিনের আর্জি জানান। বিচারক মেডিক্যাল রিপোর্ট ও মামলার কেস‑ডায়েরি খতিয়ে দেখে ধৃতদের জামিনের আর্জি নাকচ করে দেন। 
  • Link to this news (বর্তমান)