• আর জি করে ছেলের নিথর দেহ জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন মা
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্ঘটনার পর ছেলেকে হাসপাতালে নিয়ে এসেও বাঁচানো যায়নি। ‘চিকিত্সায় গাফিলতির’ অভিযোগ তুলেছিলেন কোন্নগরের বিক্রম ভট্টাচার্যের মা। চোখের সামনে ছেলেকে হারিয়েছেন তিনি। শনিবার আর জি করেই ময়নাতদন্তের পর ছেলের দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মা কবিতা দাস। দীর্ঘক্ষণ মর্গের বাইরে অপেক্ষা করছিলেন মৃত যুবকের বাবা-মা। ছিলেন কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস। সন্ধ্যায় ২৭ বছরের ছেলে বিক্রমের নিথর দেহ দেখে বাবা সুজিত দাস বলছিলেন, আমার ছেলের বিচার দেবে কে? যদিও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

    এদিন এসএসকেএমেও দুর্ঘটনাগ্রস্ত ১১ বছরের নাসিম আক্তারের বাড়ির লোক অভিযোগ তুললেন, ভর্তি নেওয়া হল না। ছোট্ট নাসিমের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙায়। ওর আত্মীয় শাহাবুল শেখ, শাহ হোসেন বলছিলেন, ৫ সেপ্টেম্বর বাড়িতে পড়ে যায় নাসিম। মাথায় চোট লাগে। প্রথমে বহরমপুর মেডিক্যাল কলেজে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাতে বহরমপুর থেকে এসএসকেএমে পাঠিয়ে দেওয়া হয়। তাঁদের বক্তব্য, ট্রমা কেয়ার ও ওপিডিতে পরিষেবা পেয়েছি। ওপিডির চিকিত্সক ভর্তি করাতে হবে বলে লিখে দিয়েছিলেন। 

    পরিবারের দাবি, এরপরে বেড খালি নেই বলে ভর্তি নেওয়া যাবে না জানিয়ে দেওয়া হয়। পরিবারের লোকের বক্তব্য, রাজমিস্ত্রির কাজ করেন তাঁরা। অনেক টাকা খরচ করে এসএসকেএমে এসেছেন। কিন্তু ওষুধ দিয়ে সাতদিন বাদে আসতে বলা হল।

    এদিন এসএসকেএমের জরুরি বিভাগের সামনে অসুস্থ স্বামীকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন রিঙ্কু সাউ। কী হয়েছে? রিঙ্কুর বক্তব্য, ফেলে রেখেই স্বামীর পায়ের সংক্রমণ বেড়ে গেল। সুগারের জন্য ঠিক হচ্ছে না। একটা পা আগেই বাদ গিয়েছে। এটা কী হবে কে জানে! রিঙ্কু বলছিলেন, আমরা আসানসোলে থাকি। প্রথমে সাগর দত্ততে ওঁকে নিয়ে তিনদিন ছিলাম। সেখানে ডাক্তার দেখলেনই না। তারপর কিছুদিন এন আর এসে। এবার এস এস কে এমে এলাম। এখানে ভর্তি তো নিল। এখন কী হয় দেখা যাক! এই কর্মবিরতির জেরে আমাদের মতো গরিব মানুষের তো উপকার হচ্ছে না কোনও। 

    এস এস কে এমের জায়গায় জায়গায় ট্রলিতে রোগী নিয়ে অপেক্ষা করতে দেখা গেল পরিজনদের। ঠিক অবস্থান মঞ্চের কাছেই স্বামীকে ট্রলিতে শুইয়ে কাছেই বসেছিলেন এক মহিলা। বললেন, অনেকক্ষণ বসে রয়েছি। বিকেল ৪টের সময় বেড খালি হলে, তারপর ভর্তি নেবে বলেছে। এবার দেখা যাক কী হয়! 
  • Link to this news (বর্তমান)