• রাতেও রাস্তা সাফাই উলুবেড়িয়ায়
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: সকালে ৩২টি ওয়ার্ডের রাস্তা পরিষ্কার করা হয়। পাশাপাশি বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহও করে উলুবেড়িয়া পুরসভা। এবার রাতেও রাস্তা পরিষ্কার রাখার উদ্যোগ নিল তারা। শনিবার রাতে এই কাজ শুরু হল। কর্মসূচির সূচনা করেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস ও ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান।

    উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর, রোজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পুরসভা এলাকায় সাফাই বন্ধুরা বিভিন্ন বাজার, বাণিজ্যিক প্রতিষ্টান, মিল, কল-কারখানা থেকে আবর্জনা সংগ্রহ করে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাবেন। শনিবার রাতের এই কর্মসূচির সূচনা করে অভয় দাস ও ইনামুর রহমান জানান, প্রতিদিন সকালে পুরসভা এলাকার রাস্তাঘাট পরিষ্কার করা হয় ঠিকই। কিন্তু তারপর রাত পর্যন্ত বিভিন্ন বাজার, বাণিজ্যিক এলাকায় ফের নোংরা জমা হয়। বিশেষ করে প্রতি শনিবার উলুবেড়িয়ার মধ্যে হাট বসায় শহর নোংরায় ভর্তি হয়ে যায়। নাগরিকরা নানা সমস্যার সম্মুখীন হন। নাগরিকদের এই সমস্যা দূর করতেই আমাদের এই উদ্যোগ। পুরসভার এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। এবার রাতেও পুরসভা এলাকার রাস্তা আরও পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে উঠবে। 
  • Link to this news (বর্তমান)