• চিংড়িঘাটায় তরুণী স্কুটার চালককে বাসের ধাক্কা, মাথায় গুরুতর আঘাত
    বর্তমান | ০৮ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসে দুর্ঘটনা। চিংড়িঘাটায় বাসের ধাক্কায় গুরুতর জখম এক স্কুটার চালক। তাঁর নাম শ্বেতা শেঠ (২৪)। পর্ণশ্রীর রবীন্দ্রনগরে বাসিন্দা। মাথায় গুরুতর চোট লেগেছে তাঁর। শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।

    লালবাজার জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় চিংড়িঘাটা ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। নিউটাউন থেকে সল্টলেক সেক্টর ফাইভ হয়ে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল একটি মিনিবাস। চিংড়িঘাটা থেকে বাইপাসে ওঠার সময় বাঁদিকে ঘোরার মুখে শ্বেতাদেবীর স্কুটারে সরাসরি ধাক্কা মারে বাসটি। স্কুটার থেকে ছিটকে পড়েন তিনি। তাঁর মাথায় হেলমেট ছিল। তবে সজোরে মাটিতে আছড়ে পড়ায় হেলমেট ছিটকে যায়। মাথায় চোট লাগে। তা ছাড়াও শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে তাঁর। অফিস টাইম হওয়ায় সেই সময় বাইপাসের উপর যানবাহনের চাপ ছিল। ফলে অন্য গাড়ির ধাক্কায় বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। তবে তরুণীকে পড়ে যেতে দেখে অন্যান্য গাড়ি সঙ্গে সঙ্গে থামিয়ে দেন বেলেঘাটা ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিসকর্মী। ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিস। জখম তরুণীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা পুলিসকে জানিয়েছেন, চিকিৎসারত রয়েছেন শ্বেতাদেবী। নিউটাউন থেকে আন্দুল স্টেশনগামী বাসটিকে আটক করেছে প্রগতি ময়দান থানা। চালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অন্যদিকে শনিবার কসবা থানা এলাকার রাসবিহারী অ্যাভিনিউতে আরও একটি দুর্ঘটনা ঘটে। পুলিস জানিয়েছে, বিকেল পৌনে চারটে নাগাদ রাজডাঙা মোড়ে ট্যাক্সির ধাক্কায় জখম হন বাইক আরোহী। আহতের নাম রেখা রায় (৩১)। তিনি কসবার রুবি পার্কের বাসিন্দা। ট্যাক্সি চালককে আটক করেছে পুলিস। ট্যাক্সিটিও বাজেয়াপ্ত হয়েছে।
  • Link to this news (বর্তমান)