জহর সরকার জানিয়েছেন তিনি ইতিমধ্য়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তিনি জানিয়েছেন, তিনি রাজ্যসভার সাংসদপদ থেকে ইস্তফা দেবেন। চিঠিতে তিনি জানিয়েছেন, আরজি কর নিয়ে তিনি খুবই মর্মাহত। জানিয়েছেন, কয়েকজন নেতার ও আমলার দাপট আর তার সূত্রে সাধারণ মানুষের ক্ষোভ নিয়ে তিনি খুবই অস্বস্তিতে। একটি দুপাতার চিঠিতে তিনি দুর্নীতির কথাও লিখেছেন। তবে বিভিন্ন কারণের মধ্যে মূলত আরজি কর কাণ্ডের কথাই তিনি উল্লেখ করেন। তিনি আর রাজনীতিতেই থাকতে চান না, তা-ও জানিয়েছেন। তিনি কেন রাজ্যসভার সাংসদপদ ছাড়ছেন, তার যেমন ব্যাখ্যা করেছেন, তেমনই তিনি যে রাজনীতিতেও থাকতে চান না, ব্যাখ্য়া করেছেন তার কারণও।
জহর সরকারের ইস্তফার সিদ্ধান্ত নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, জহর সরকার যে উদ্বেগ ও বক্তব্য রেখেছেন তার স্পিরিটের সঙ্গে আমি সহমত। কিন্তু তাঁর পথ তিনি ঠিক করে নিয়েছেন। কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তারও তাঁর উদ্বেগের সঙ্গে সহমত। এই অবস্থায় লড়াইটা আমরা দলের মধ্যে থেকে চালাতে চাইছি। দলের যদি কোনও ভুল থাকে তাহলে দল এমন কোনও পদক্ষেপ করুক যাতে মানুষ সন্তুষ্ট হন। মানুষ তৃণমূলের প্রতি আস্থা রেখেছেন, ভবিষ্যতেও আস্থা থাকবে।