মহিলার স্বামী শম্ভু ভাস্কর জানিয়েছেন, স্ত্রী সুচিত্রা ভাস্করের গলব্লাডারের অস্ত্রোপচারের জন্য ১ আগস্ট নার্সিংহোমে ভর্তি করেছিলেন। অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষ প্রথমে জানিয়েছিল, স্বাস্থ্যসাথীর কার্ড থেকে পাওয়া টাকাতেই অপারেশন হয়ে যাবে। অভিযোগ, অস্ত্রোপচারের পরেও মহিলার পরিবারের কাছ থেকে বাড়তি ১১ হাজার টাকা নগদে চাওয়া হয়। কোনওরকমে সাড়ে দশ হাজার টাকা দিতে সক্ষম হন তাঁরা। ঘটনাটি বনগাঁ শহরের আপনজন নার্সিংহোমের। এ বিষয়ে শনিবার বনগাঁ থানায় এই নার্সিংহোম এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠের কাছেও অভিযোগ জানিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে নার্সিংহোমের মালিক তথা চিকিৎসক আশিসকান্তি হীরা বলেন, “রোগীদের আমরা আগেই জিজ্ঞেস করে নিই, সাধারণ অস্ত্রোপচার করবেন না মাইক্রো সার্জারি করবেন? সাধারণ অস্ত্রোপচার ১২ হাজার টাকায় হয়ে যায়। মাইক্রো সার্জারি করতে খরচ হয় ২৭ হাজার টাকা | স্বাস্থ্যসাথী কার্ড থেকে পাওয়া যায় ১৭ হাজার টাকা। এর ক্ষেত্রে বেশি টাকা নেওয়া হয়েছিল কিনা তা এই মুহূর্তে আমার মনে নেই।”