তেল ভরার পর টাকা না মিটিয়ে পেট্রল পাম্প ছাড়ার চেষ্টা, কর্মরত যুবককে পিষে মারল একটি চাকচাকা পণ্যবাহী গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই পেট্রল পাম্প কর্মীর। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের কন্ধ খোলা ১২ নম্বর জাতীয় সড়কের পাশে। মৃত যুবকের নাম বিশ্বজিৎ দাস (২৮)।অভিযোগ, শনিবার রাত ২টো ৩০ মিনিট নাগাদ পেট্রল পাম্পে তেল ভরতে আসে পণ্যবাহী গাড়িটি। সেই সময় পাম্পে কর্তব্যরত ছিলেন বিশ্বজিৎ। জানা গিয়েছে, গাড়িটি ট্যাঙ্ক ভর্তি তেল নেয়। কিন্তু টাকা দেওয়ার আগেই ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করে। সেই সময়ই দৌড়ে গিয়ে গাড়িটিকে আটকানোর চেষ্টা করেন বিশ্বজিৎ। তখনই গাড়িটি তাঁকে পিষে দিয়ে চলে যায়। রাতে পেট্রল পাম্পে খুব একটা বেশি লোকজনও ছিল না। পরে পেট্রল পাম্পের অন্যরা মিলে বিশ্বজিৎকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ। খতিয়ে দেখা হয় সমস্ত সিসিটিভি ফুটেজ। নম্বর প্লেটের সূত্র ধরে গাড়িটির খোঁজ করা হচ্ছে। শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিশ্বজিতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, বাবা মায়ের একমাত্র সন্তান বিশ্বজিৎ। পেট্রল পাম্পের মালিক বলেন, 'পিক আপ ভ্যানটি তেল নেওয়ার পর টাকা দিতে চাইছিল না। আমাদের কর্মী বাধা দিলে গাড়িটি বিশ্বজিৎকে পিষে বেরিয়ে যায়। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ও বাবা-মায়ের একমাত্র সন্তান। গোটা পরিবার এখন অসহায়। আমরা পাশে থাকার চেষ্টা করব। পুলিশে অভিযোগ জানিয়েছি। আশা করব দোষীকে দ্রুত গ্রেপ্তার করা হবে।' রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, 'অভিযোগ পেয়েছি। ঘাতক গাড়ি-সহ চালককে দ্রুত ধরার জন্য সমস্ত পদক্ষেপ করা হচ্ছে।'