শনিবার তৃণমূলের একটি যোগদান মঞ্চ থেকে দলের গোষ্ঠীদ্বন্দের কথা প্রকাশ্যে এনেছেন হুমায়ুন। নাম না করে অপর গোষ্ঠীর নেতার সাথে পুলিসের যোগসাজশ নিয়ে তিনি বলেন, ভরতপুরের কোনও কোনও তৃণমূল নেতা বলছেন পুলিস তাঁদের সঙ্গে রয়েছেন। এরপরই পুলিসের দিকে নিশানা ছুড়ে তিনি বলেন, “পুলিস প্রশাসন আপনি নিরপেক্ষভাবে প্রশাসন চালান। কোনও দল না দেখে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিন। না হলে আমার মটকা গরম হলে থানায় এক হাজার লোক নিয়ে এসে বসে পড়ব। তখন দেখবেন এসপি, ডিআইজি পর্যন্ত এসে যাবে। যে আইন ভাঙবে, ল অ্যান্ড অর্ডার প্রব্লেম ক্রিয়েট করবে, তার বিরুদ্ধে অ্যাকশান নেবেন। আর যে পুলিস বেশি তাবেদারির রাজনীতি করবেন, আমি আমার কর্মীদের বলে দেব তাঁকে নিম গাছে বেঁধে আমাকে খবর দিতে। আমি এসে তাঁকে ছাড়াব।”
এর আগেও বেশ কয়েকবার বিস্ফোরক মন্তব্য করে চর্চায় এসেছিলেন হুমায়ুন। দলের বিরুদ্ধে মন্তব্য করে শো-কজ নোটিশ পেয়েছিলেন তিনি। শুধু তাইই নয়, ভোটের সময় বিস্ফোরক মন্তব্যের জেরে নির্বাচন কমিশনের থেকেও শো-কজ করা হয়েছিল তাঁকে।