• মনসা পুজোয় পুন্ডিগ্রামে উন্মাদনা
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, লালবাগ: মনসা পুজোকে কেন্দ্র করে উন্মাদনায় মাতল নবগ্রামের পুন্ডিগ্রাম। পুজো উপলক্ষ্যে মন্দির সংলগ্ন এলাকায় তিনদিনের মেলা বসেছে। পুজো দিতে রবিবার সকাল থেকে মন্দির প্রাঙ্গনে প্রচুর ভক্ত সমাগম হয়। দেবীকে ফলমূল, দুধ, ছানা, মাখন, দই ও রকমারি মিষ্টি সহযোগে ভোগ নিবেদন করা হয়। পুন্ডি গ্রামের মনসা পুজোয় ছাগ বলির প্রথা চালু রয়েছে। এদিন বেশ কয়েকটি মানতের বলি দেওয়া হয়। সন্ধ্যায় কয়েকশো মানুষকে পাত পেড়ে খিচুড়ি, পাঁচমেশালি তরকারি, চাটনি খাওয়ানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় একশো বছর আগে পুন্ডি গ্রামের নরেন্দ্র দাসের হাত ধরে পারিবারিক মনসা পুজো শুরু হয়। পরবর্তীতে এই পুজোয় সর্বজনীন পুজোয় পরিণত হয়। মন্দিরের পুরোহিত স্বপন চক্রবর্তী বলেন, মা অত্যন্ত জাগ্রত। মায়ের কাছে এসে কেউ কখনও খালি হাতে ফিরে যাননি। ভাদ্র মাসের শুক্ল পক্ষের পঞ্চমীর পুজোয় শুধু নবগ্রাম থানা মুর্শিদাবাদ জেলা থেকেই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন। গ্রামের প্রবীণ বাসিন্দা মনোজ মণ্ডল বলেন, মনসা পুজোকে কেন্দ্র করে গ্রামবাসীরা উৎসবে মেতে ওঠেন। কাজের সূত্রে যারা বাইরে থাকেন পুজোর আগে সকলেই ফিরে আসেন। প্রায় প্রতিটি বাড়িতে এইসময়ে আত্মীয়, বন্ধুবান্ধব আসেন।
  • Link to this news (বর্তমান)