• ডালখোলার হনুমান টোলায় এবার গণেশপুজো ঘিরে ব্যাপক উন্মাদনা
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৪
  • স্বপন পাল, করণদিঘি: ডালখোলা পুরসভার ৮ নং ওয়ার্ডে হনুমান টোলায় প্রথমবার গণেশ পুজো  করলেন বাসিন্দারা। আয়োজনে তাঁরা কোনও ফাঁক রাখেননি। পুজো উপলক্ষে প্রসাদ বিতরণ সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। হনুমান টোলার পুজো কমিটির সদস্য সোনু চৌধুরী জানিয়েছেন, সবার সহযোগিতা নিয়ে প্রথমবার গণেশ পুজো আয়োজন করলাম। 

    প্রথমদিন অসংখ্য মানুষ ভিড় জমিয়েছিলেন। কচিকাঁচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার থেকে প্রতি বছর হনুমান টোলায় গণেশ পুজো করা হবে। ডালখোলা রেল স্টেশনের পাশে দু’দিন ধরে পুজো উপলক্ষে মেলাও বসেছে। দলবেঁধে হাজির হয়েছিলেন পুর এলাকার লোকজন। এছাড়া তিনদিন ধরে চলবে ভক্তিমূলক গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার পাঁচ ফুটের মূর্তি বানিয়ে পুজো হয়েছে। সকলে মিলে খিচুড়ি প্রসাদ, ক্ষীর, লাড্ডু বিতরণ করেছেন। মণ্ডপের চারপাশে ছিল আলোকসজ্জা। ফিতে কেটে পুজো সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবক শম্ভু রায়। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)