• গ্রামাঞ্চলে বসছে ৪৫০টি সৌরবাতি, হাইমাস্ট এবং ৫০টি ওয়াটার এটিএম 
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গ্রামাঞ্চলে আলোর সমস্যা মেটাতে জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে বসছে ৪৫০টি সৌরবাতি ও হাইমাস্ট আলো। এছাড়াও পানীয় জলের সঙ্কট মেটাতে বসানো হচ্ছে ৫০টি ওয়াটার এটিএম। কেনা হচ্ছে চারটি ভ্রাম্যমাণ বায়ো টয়লেট। নজর দেওয়া হচ্ছে রাস্তাঘাট সংস্কারে। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, বিটুমিন ও সিমেন্ট কংক্রিট মিলিয়ে ১৬টি রাস্তা তৈরি করা হবে। পুজোর আগেই শুরু হবে কাজ। গুরুত্ব দেওয়া হচ্ছে রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ে। প্রথম পর্যায়ে জেলার পাঁচটি হাট ও একটি স্কুলে গড়া হচ্ছে রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প।

    জলপাইগুড়ি জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহুয়া গোপ বলেন, মূলত বিভিন্ন স্কুল, বাজার-হাট, ধর্মস্থান, স্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রভৃতি জায়গায় ওয়াটার এটিএম বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া চা বাগান ও জঙ্গল লাগোয়া অনেক জায়গা রাতে অন্ধকারাচ্ছন্ন থাকে। সেসব এলাকায় হাতি, চিতাবাঘ বা অন্য কোনও বন্যপ্রাণীর হামলার ভয় রয়েছে। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সব জায়গায় আলোর ব্যবস্থা করার মতো তহবিল থাকে না। সেকারণেই জেলা পরিষদ সোলার লাইট দিচ্ছে। জেলা পরিষদ সূত্রে খবর, প্রথম পর্যায়ে ৩৯টি পঞ্চায়েত ১০-১৫টি করে সৌরবাতি পাচ্ছে। এছাড়াও বিভিন্ন এলাকায় দেওয়া হচ্ছে ২৮টি হাইমাস্ট আলো।

    জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বলেন, আমাদের জেলায় কোনও ভ্রাম্যমাণ বায়ো টয়লেটের ব্যবস্থা নেই। ফলে কোথাও কোনও কর্মসূচিতে একসঙ্গে প্রচুর মানুষ জমায়েত হলে শৌচালয় নিয়ে বিশেষ করে মহিলাদের সমস্যায় পড়তে হয়। সেকারণে জেলা পরিষদের তরফে চারটি ভ্রাম্যমাণ বায়ো টয়লেট কেনা হচ্ছে। জেলা পরিষদ সূত্রের খবর, রাস্তাঘাটের পাশাপাশি জোর দেওয়া হচ্ছে নিকাশিতেও। সবমিলিয়ে পাঁচ কিমি নতুন ড্রেন তৈরির কাজের টাকা বরাদ্দ হয়েছে। সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, সামগ্রিকভাবেই উন্নয়নে ঝাঁপাচ্ছে জেলা পরিষদ। কোথায় কী সমস্যা আছে তা খতিয়ে দেখে উন্নয়নের প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।- প্রতীকী চিত্র
  • Link to this news (বর্তমান)