• রায়গঞ্জে চার বাংলাদেশি, আশ্রয়দাতা ধৃত
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, রায়গঞ্জ: অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার ভাটোল ফাঁড়ির পুলিস। ধৃতদের নাম হৃদয় বর্মন (১৭), তুলা বর্মন (২০), অন্তর বর্মন (১৯) এবং লিপু রায় (২৯)। এই চার বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার অভিযোগে রায়গঞ্জের মোহিনীগঞ্জ এলাকার বাসিন্দা অচিন্ত্য বর্মনকেও গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিস। ধৃত বাংলাদেশীদের বাড়ি দিনাজপুর ও ঠাকুরগাঁও এলাকায়।

    লিপু বলেন, ১৫ দিন আগে কাজের খোঁজে ভারতে এসেছিলাম। হন্যে হয়ে বিভিন্ন জায়গায় ঘোরার পর বাকি তিনজনের সঙ্গে দেখা হয়। তাদের পরামর্শেই অচিন্ত্যের বাড়িতে আশ্রয় নিলে পুলিস রবিবার সকালে গ্রেপ্তার করে। হেমতাবাদের বিষ্ণুপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে ঢুকেছিলাম।  বাকি তিনজন কালিয়াগঞ্জের বিরল সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন বলে জানিয়েছেন।

    আশ্রয়দাতা অচিন্ত্য বর্মনের দাবি, শনিবার রায়গঞ্জ শহরে কাজ সেরে বাড়ি গিয়ে দেখি ওই চারজন আমার বাড়িতে আশ্রয় নিয়েছে। হৃদয়, তুলা ও অন্তর ভাইপো হয়। তাদের আশ্রয় দিয়ে এমন পরিণতি হবে ভাবতে পারিনি। রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী পিন্টু ঘোষ বলেন, অনুপ্রবেশকারী চারজন সহ আশ্রয়দাতার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। রায়গঞ্জ থানার আইসি বলেন, তদন্ত করে দেখা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)