• ধুমধাম করে খুঁটিপুজো বেলাকোবার বাবুপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৪
  • পবিত্র রায়, রাজগঞ্জ: রাজগঞ্জ ব্লকের বেলাকোবায় বিগ বাজেটের পুজো করে বাবুপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি। গত কয়েকবছর ধরেই এরা নজরকাড়া দুর্গাপুজো করে আসছে। রবিবার দুর্গোৎসবের খুঁটিপুজোর মধ্য দিয়ে মণ্ডপ তৈরির কাজে হাত দিল বাবুপাড়া সর্বজনীন। 

    ১৯৩৯ সালে শুরু হয় এই ক্লাবের দুর্গাপুজো। এবছর ৮৫ তম বর্ষে পড়তে যাচ্ছে। গত কয়েক বছর থেকে কিছু না কিছু বিশেষ চমক দিয়ে আসছে এরা। এবারের থিম ‘মাটির টানে’। অর্থাৎ পুজো মণ্ডপে মাটির নানান কারুকাজ দেখা যাবে। তাই মণ্ডপ তৈরি করতে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে জোর দেওয়া হয়েছে। লোহার ফ্রেম ব্যবহারের পাশাপাশি ইট, মাটি, মাটির টালি দিয়ে নানান কারুকাজ করা হবে। মণ্ডপ তৈরি করবে ময়নাগুড়ির ডেকোরেটর। প্রতিমা নিয়ে আসা হবে শিলিগুড়ির কুমোরটুলি থেকে। বেলাকোবার রাস্তাজুড়ে থাকবে চোখ ধাঁধানো আলোকসজ্জা। 

    রবিবার খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম সদস্য প্রসেনজিৎ দে, তপন দত্ত সহ পাড়ার লোকজন। পুজো কমিটির অন্যতম সদস্য প্রসেনজিৎ দে বলেন, এবারে পুজোর বাজেট ধরা হয়েছে ন’লক্ষ টাকা। পরিবেশে ক্ষতিকর নয়, এমন সব সামগ্রী বেছে বেছে ব্যবহার করা হচ্ছে। পঞ্চমী থেকে শুরু করে দশমী পর্যন্ত ছ’দিন পুজো মণ্ডপ প্রাঙ্গণে এলাকার ছেলেমেয়েদের নিয়ে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাড়ার লোকজন এই পুজোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সপ্তমী, অষ্টম ও নবমী তিনদিন দর্শনার্থীদের খিচুড়ি প্রসাদ বিতরণ হবে। আমাদের পুজো বরাবরই নজর কাড়ে বেলাকোবাবাসীর। এবারও আশা করি আমরা মণ্ডপ, প্রতিমা এমনকী আলোকসজ্জায় দর্শনার্থীদের মনজয় করতে পারব।  
  • Link to this news (বর্তমান)