• আগাছায় ভরেছে বরপোতা ইকো পার্ক, নতুন করে সাজানোর পরিকল্পনা পঞ্চায়েত সমিতির
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: এলাকার শিশুদের খেলার জন্য উদয়নারায়ণপুরে দামোদরের পাড়ে তৈরি হয়েছিল বকপোতা ইকো পার্ক। শিশুদের মনোরঞ্জনের জন্য পার্কে বসানো হয়েছিল নানা ধরনের খেলার জিনিস। কিন্তু সেভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ায় বর্তমানে বেহাল অবস্থায় এসে দাঁড়িয়েছে পার্কটি। জঙ্গল আগাছায় ঢেকেছে গোটা পার্ক। দীর্ঘদিন ধরে তালা ঝুলছে গেটে। বাসিন্দাদের দাবি মেনে এই ইকো পার্ককে নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা করেছে উদয়ানারায়ণপুর পঞ্চায়েত সমিতি।

    শিশুদের খেলাধুলো ও মনোরঞ্জনের জন্য উদয়নারায়ণপুরের বকপোতায় দামোদরের পশ্চিম পাড়ে ২০০৭ সালে তৈরি হয়েছিল বকপোতা ইকো পার্ক। উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং হাওড়া জেলা পরিষদের সহায়তায় কয়েক লক্ষ টাকা ব্যয়ে পার্কটিকে সাজানো হয়েছিল। তৈরি করা হয়েছিল সুদৃশ্য প্রবেশদ্বার। শিশুদের মনোরঞ্জনের জন্য খেলার একাধিক সরঞ্জাম আনা হয়েছিল। এরপর বেশ কয়েক বছর শিশুদের কোলাহলে পার্কটি মুখরিত হয়ে ছিল। কিন্তু কয়েক বছর হল রক্ষণাবেক্ষণ না হওয়ায় পার্কটি বেহাল হয়ে পড়েছে। পার্কের প্রবেশদ্বারের সামনে লাগানো ভাস্কর্য ভেঙে পড়েছে। জঙ্গল, আগাছায় ভর্তি হয়েছে পার্ক। শিশুদের খেলার জিনিসের অবস্থাও বেহাল। স্থানীয় বাসিন্দাদের মতে, আগে বকপোতা সেতু দিয়ে যখন যানবাহন চলত, তখন মানুষ এই পার্কটি ব্যবহার করতেন। কিন্তু নতুন সেতু তৈরি হওয়ার পর পুরনো সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারপর থেকেই এই পার্কে লোকজনের আনাগোনা কমেছে। লোকজনের যাতায়াত কমে যাওয়ায় আর সেভাবে রক্ষণাবেক্ষণও হয় না পার্কটির। শিশুদের স্বার্থে এই পার্ককে নতুনভাবে সাজানোর আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বকপোতা ইকোপার্কের বেহাল অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ গায়েন। তিনি বলেন, পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় পার্কটিকে নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)