• ৪ বছর পর ইউএসজি পরিষেবা চালু হচ্ছে গোসাবা হাসপাতালে
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গোসাবা ব্লক হাসপাতালে দীর্ঘদিন ধরে বন্ধ আলট্রাসনোগ্রাফি পরিষেবা। যার ফলে প্রসূতিদের প্রবল সমস্যায় পড়তে হচ্ছে। তাঁদের অধিকাংশ বেসরকারি জায়গা থেকে অনেক টাকা খরচ করে ইউএসজি করাচ্ছেন। অন্যান্য রোগীদেরও পরিষেবা পেতে বিভিন্ন ব্লকে ছুটতে হচ্ছে। দীপাঞ্চলের এই হাসপাতালে ইউএসজি চালু করার জোরালো দাবি তুলেছিলেন রোগী ও তাঁদের আত্মীয়-স্বজনরা। এবার তাতে সাড়া দিল প্রশাসন। এই হাসপাতালের জন্য কেনা হল অত্যাধুনিক ইউএসজি মেশিন। খুব শীঘ্র সেটি চালু হয়ে যাবে। তারপর আর বেসরকারি জায়গা থেকে পরীক্ষা করাতে হবে না প্রসূতি ও অন্যান্য রোগীদের বলে দাবি হাসপাতালের। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল বিধায়ক তহবিল থেকে প্রায় ৪০ লক্ষ টাকা দিয়েছেন। সে টাকায় এই যন্ত্র কেনা হয়েছে। 

    গোসাবা ব্লকের বিভিন্ন দ্বীপের মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল। বিশেষ করে গর্ভবতী মায়েদের নানা রকম পরীক্ষা-নিরীক্ষার জন্য এখানেই ছুটে আসতে হয়। তাঁদের একাংশের বক্তব্য, করোনার পর  থেকেই এই পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। জানা গিয়েছে, পিপিপি মডেলে ইউএসজি পরিষেবা দেওয়া হচ্ছিল। কিন্তু কোনও অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। তারপর থেকেই শুরু হয় প্রসূতি মহিলাদের হয়রানি। চিকিৎসকদের বক্তব্য, নতুন মেশিনটি উন্নত মানের। রোগীদের ইউএসজি করাতে আর কোনও সমস্যা হবে না। রিপোর্টও দ্রুত পাওয়া যাবে। স্বাস্থ্য বিভাগের এক আধিকারিক বলেন, মেশিন কেনা হয়ে গিয়েছে। এখন শুধু হাসপাতালে নিয়ে আসার অপেক্ষা। একজন রেডিওলজিস্টও প্রস্তুত রয়েছেন।
  • Link to this news (বর্তমান)