পুজোর মুখে 'অসুর' নিম্নচাপ, টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস
এই সময় | ০৯ সেপ্টেম্বর ২০২৪
সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই 'মেজাজ' বদল আবহাওয়ার। নিম্নচাপের জেরে সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। পুজোর আগে এই বৃষ্টি মণ্ডপ এবং প্রতিমা শিল্পীদের জন্য 'অসুর' হয়ে উঠতে পারে, আশঙ্কা উদ্যোক্তাদের। গত দু'বছর ধরে পুজোর সময় 'মুড সুইং' হয়েছে আবহাওয়ার। আনন্দে 'স্পয়েলার' দিয়েছে বৃষ্টি। এই বছর পুজোর ঠিক মুখে এই হাওয়া বদল নিয়ে রীতিমতো উদ্বেগে সাধারণ মানুষ।কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে তা দিঘা থেকে ৩৫০ কিলোমিটার এবং ওডিশার পুরী থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আর এই নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাদ পড়বে না কলকাতাও। সোম থেকেই কলকাতার আকাশ থাকবে মেঘলা। বুধবার পর্যন্ত রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি এবং সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে। পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ দিন।
মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক বুধবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং নদিয়া। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
সোম থেকে বুধবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সোমবার দার্জিলিং, মালদা-সহ সমস্ত জেলাতেই রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হতে পারে ভারী বৃষ্টিপাত। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।