• কালনা হাসপাতালের নিরাপত্তায় বসল গেট
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কালনা: কালনা মহকুমা ও সুপারস্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ও সাংসদ ডাঃ শর্মিলা সরকার। শনিবার বৈঠকে তাঁরা উদ্বেগ প্রকাশের পর হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। রবিবার সকালে মহকুমা হাসপাতালের মেন গেটে কোলাপসিবল গেট বসানো হয়েছে। ভিতরের দিকেও গ্রিলের গেট বসানো হয়েছে। এতে খুশি রোগী, নার্স ও মহিলা স্বাস্থ্যকর্মীরা।

    হাসপাতালে ৬০টির বেশি সিসি ক্যামেরা রয়েছে। আরও ৩০টি সিসি ক্যামেরা বসানোর জন্য স্বাস্থ্য ভবনে আবেদন পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মহকুমা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে নার্সদের টয়লেট ও চেঞ্জিং রুম তাড়াতাড়ি গড়ে তোলা হবে।

    হাসপাতাল সুপার চন্দ্র মাইতি বলেন, কয়েকদিন আগে নার্সরা নিরাপত্তার জন্য মন্ত্রীর কাছে কয়েকটি জায়গায় গেটের দাবি জানান। সেইমতো রবিবার মহকুমা হাসপাতালের বিভিন্ন জায়গায় গেট বসানো হয়েছে। আরও সিসি ক্যামেরার জন্য স্বাস্থ্যদপ্তরে আবেদন করা হয়েছে। হাসপাতাল চত্বরে আরও আলোর ব্যবস্থা করা হবে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)