• সিদ্ধিদাতার বিসর্জনে আজ থেকে চারদিন ব্যাহত চক্ররেল পরিষেবা,বাতিল চারটি লোকাল
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুরু হয়ে গিয়েছে পুজোর মরশুম। সিদ্ধিদাতা গণেশের আরাধনার মধ্যে দিয়ে চলতি বছরের উৎসব পর্বের সূচনা হয়েছে। এবার গণপতির বিসর্জন উপলক্ষ্যে শহরের চক্ররেল পরিষেবা নিয়ন্ত্রিত হবে। একইভাবে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। আজ, সোমবার থেকে আগামী বৃহস্পতিবার টানা চারদিন এই রুটে যাত্রীদের ভোগান্তি পোহাতে হবে। এই চারদিন চারটি লোকাল (৩০৪১২, ৩০৪১৬, ৩০৪১১, ৩০৪৫১) পুরোপুরি বাতিল করা হয়েছে। এছাড়াও ১৫ জোড়া চক্ররেলের পরিষেবা ব্যাহত হতে চলেছে। যার মধ্যে ৬ জোড়া লোকাল (৩০৩২২, ৩০৩৪৪, ৩০৩২৪, ৩০৩৪৬, ৩০৩১২, ৩০৩১৪, ৩০১৪৫, ৩০৩৫১, ৩০৩৩৩, ৩০৩৩১, ৩০৩১১, ৩০৩১৩) গোটা যাত্রা পথে চলবে না। এই চারদিন সংশ্লিষ্ট নম্বরের ট্রেনগুলি কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু ও শেষ করবে। অন্যদিকে, চার জোড়া চক্ররেল (৩০১১৬, ৩০১২৮, ৩০১২২, ৩০১৫৪, ৩০১১৩, ৩০১২১, ৩০১২৩, ৩০১১১) এই সময়ে শিয়ালদহ (নর্থ) স্টেশন থেকে ছাড়বে ও যাত্রা শেষ করবে। দু’ জোড়া ট্রেন (৩০৫১১, ৩০৭১১, ৩০৭১২, ৩০৫৫২) বালিগঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু ও শেষ করবে। এক জোড়া চক্ররেল (৩০১৪২, ৩০৩৩২) আগামী চারদিন যাত্রাপথ বদল করে কাঁকুরগাছি রোড জংশন-বালিগঞ্জ হয়ে মাঝেরহাটে যাবে। একটি ট্রেন (৩০৩৫৩) মাঝেরহাট থেকে ঘুরপথে যাত্রা করবে। অপর একটি চক্ররেল (৩০১৩৫) বালিগঞ্জ থেকে ঘুরপথে যাত্রী নিয়ে চলাচল করবে। একইভাবে ৩০৩৪২ এবং ৩০১১২ নম্বর ট্রেন বালিগঞ্জ স্টেশনেই যাত্রা শেষ করবে। অপর দু’টি ট্রেন ৩০৩২১ ও ৩০৩১৭ এই স্টেশন থেকে ছেড়ে বালিগঞ্জ জংশন ও কাঁকুড়গাছি রোড হয়ে চলাচল করবে। গণেশ প্রতিমা বিসর্জনের জন্য সব মিলিয়ে ৩৪টি ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটবে আগামী চারদিন। একইভাবে সংশ্লিষ্ট ট্রেনগুলি নিয়ন্ত্রিত হবে বিশ্বকর্মা প্রতিমা নিরঞ্জন পর্বেও। সেক্ষেত্রে আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর দু’দিন চক্ররেল পরিষেবায় বিঘ্ন ঘটবে।
  • Link to this news (বর্তমান)