• নির্মাণকাজ প্রায় শেষ, নতুনভাবে শুরু হতে চলেছে পুর স্বাস্থ্যকেন্দ্র
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওয়ার্ডে একটি মাত্র স্বাস্থ্যকেন্দ্র। তবে সেটির কোনও নিজস্ব বিল্ডিংও ছিল না। ভগ্নপ্রায় বাজারের দোতলায় এক চিলতে ঘরেই চলে জনস্বাস্থ্য-পরিষেবা। রোগীর ভিড় গিজগিজ করে সে ঘরে। সেই অবস্থার এবার বদল ঘটতে চলেছে। ই এম বাইপাস সংলগ্ন ১০৬ নম্বর ওয়ার্ডে হতে চলেছে নয়া স্বাস্থ্যকেন্দ্র। সেটির নিজস্ব ভবন তৈরির কাজ প্রায় শেষ।

    এই ওয়ার্ডের মণ্ডলপাড়া, কাটাপুকুর অঞ্চলে মূলত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের বসবাস। বাসিন্দারা পুর-স্বাস্থ্যকেন্দ্রের উপর অনেকাংশে নির্ভরশীল। এই এলাকার পার্শ্ববর্তী ১০৫, ১০৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল। জানা গিয়েছে, হালতু রামলাল বাজারটির ভগ্নদশা। বাড়িটি জীর্ণ। ভবন সংস্কারের দাবি বহু দিনের। সেই বাজারের দোতলায় চলে প্রাথমিক পুর-স্বাস্থ্যকেন্দ্রটি। ঘরটি ছোট। সকালে রোগীদের ভিড় থাকে। বসার জায়গা থাকে না। দীর্ঘ লাইন পড়ে। ভোগান্তি হয় মানুষের। রামলাল বাজার থেকে সামান্য দূরে রয়েছে কালিদাসী স্কুল। সেটির পাশে নয়া স্বাস্থ্যকেন্দ্র তৈরির কাজ চলছে। দোতলা তৈরির কাজ প্রায় শেষ। এ অঞ্চলের বাসিন্দা মুকুল বৈদ্য বলেন, ‘রামলালবাজার বিল্ডিংয়ে ঢুকতে ভয় হয়। প্রাণ হাতে নিয়ে যেতে হয়। স্বাস্থ্যকেন্দ্রটিতে রোগীদের বসার জায়গা নেই।’ নতুন হেলথ সেন্টারের কাজ চলছে। ওয়ার্ডের মাঝখানে নয়া স্বাস্থ্যকেন্দ্র তৈরি হচ্ছে বলে এলাকার বাসিন্দাদের সুবিধা হবে বলে মনে করছেন ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অরিজিৎ দাস ঠাকুর। তিনি বলেন, ‘ওই বিল্ডিংটির অবস্থা খুব খারাপ। রামলাল বাজার ভবনটি ভেঙে নয়া বিল্ডিং বানানো হবে। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রটির জন্যও নয়া ভবন তৈরি হচ্ছে। কাজ অনেকটাই হয়ে গিয়েছে।’ পুরসভা সূত্রে খবর, এই এলাকায় সরকারি জমির অভাব থাকায় দীর্ঘকাল ধরে স্বাস্থ্যকেন্দ্রের নয়া ভবন তৈরির দাবি পূরণ করা যাচ্ছিল না। অবশেষে কালিদাসী স্কুলের জমি নজরে আসে। সেখানে ১০ কাঠা জমির উপর পাঁচ কাঠাজুড়ে স্কুল-বিল্ডিং রয়েছে। বাকি জমি খালি। সেই জমি রাজ্য শিক্ষাদপ্তরের থেকে হাতে পেয়েছে পুরসভা। সেখানেই গড়ে উঠছে স্বাস্থ্যকেন্দ্র।
  • Link to this news (বর্তমান)