• ময়নাগুড়িতে দোকানের বাইরে সিসি ক্যামেরা লাগানোর অনুরোধ পুলিসের
    বর্তমান | ০৯ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: দোকানের ভিতরের পাশাপাশি দোকানের বাইরেও বসাতে হবে সিসি ক্যামেরা। জলপাইগুড়ির ময়নাগুড়ি বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমনই অনুরোধ করলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। জানা গিয়েছে, আজ, সোমবার তিনি ময়নাগুড়ি বাজারের সোনাহাটি শপিং মল সহ বিভিন্ন জনবহুল এলাকা ঘুরে দেখেন। সূত্রের খবর, যেহেতু শপিং মলগুলির সামনে প্রচুর পরিমাণে যানবাহন থাকে, সেই কারণে বাইরেও সিসি ক্যামেরা লাগানোর কথা বলেছে পুলিস। পাশাপাশি, সোনা ব্যবসায়ীদেরও বলা হয়েছে, তাঁরা যেন দোকানের বাইরে দ্রুত সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেন।

    এ প্রসঙ্গে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, “সামনে পুজো আসছে। কিছুদিন পরেই শুরু হবে পুজোর বাজার। ময়নাগুড়ি ছাড়াও গ্রামীণ এলাকা থেকে লোকজনেরা পুজোর বাজার করতে শহরে আসেন। প্রচুর ভিড় হয়। যে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সবসময়ে সজাগ রয়েছে ময়নাগুড়ি থানা।”
  • Link to this news (বর্তমান)