আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে আলোচনায় যেতে রাজি, জানালেন মমতা
এই সময় | ০৯ সেপ্টেম্বর ২০২৪
আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার জন্য ফের একবার আবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের সভাঘর থেকে তিনি স্পষ্ট জানান, প্রয়োজনে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলতে রাজি তিনি।ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
এ দিন রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, 'সুপ্রিম কোর্ট চিকিৎসকদের বলেছেন কাজে ফিরতে। আমিও আজ তাঁদের অনুরোধ করব দয়া করে আপনারা কাজে যোগ দিন। আপনাদের কিছু বলার থাকলে স্বাগত। পাঁচ-দশ জনের একটি প্রতিনিধি দল নিয়ে আসুন। আমরা কথা বলতে পারি।'
পাশাপাশি স্বাস্থ্যভবনে গিয়ে আন্দোলনরত চিকিৎসকরা যে চারটি দাবি করেছিলেন সেই সমস্তই মানা হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'অধ্যক্ষ, হেড অফ দ্য ডিপার্টমেন্টকে বদল করা-সহ যে চারটি দাবি আন্দোলনকারীরা স্বাস্থ্য ভবনে গিয়ে করেছিলেন সেই সবগুলিই পূরণ করা হয়েছে।' মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘পুলিশ কোনও আন্দোলনকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করেনি। এটা একমাত্র বাংলাই পারে। অন্যান্য রাজ্যে আন্দোলনকারীদের মুখ বন্ধ করে দেওয়া হয়।’
রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানান, এই পরিস্থিতিতে প্রায় সাত লক্ষ রোগী বহির্বিভাগে পরিষেবা থেকে বঞ্চিত থেকেছেন। হাসপাতালে প্রায় ৭০ হাজার রোগীকে ভর্তি করানো যায়নি। আগে থেকে পরিকল্পনা করে রাখা সাত হাজারের বেশি অপারেশন করা সম্ভব হয়নি। কোনও মানুষের যাতে চিকিৎসার অভাবে মৃত্যু না হয়, সেই দিকে স্বাস্থ্য ভবনকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, এ দিন জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার কথা বলেছে সুপ্রিম কোর্টও। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে তাঁরা কাজে যোগ দিলে রাজ্য কোনও পদক্ষেপ করবে না, জানিয়েছে সর্বোচ্চ আদালত। জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরবেন বলে আশাবাদী সর্বোচ্চ আদালত।
সুপ্রিম কোর্টের বার্তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেদন। অন্যদিকে, জানা যাচ্ছে আপাতত একটি বৈঠকে বসেছেন আন্দোলনরত চিকিৎসকরা। এই বৈঠকের পরেই তাঁরা পরবর্তী পদক্ষেপ জানাবেন বলে জানা গিয়েছে।