• ‘২৭ দিন কেটে গিয়েছে’, সিবিআই তদন্ত নিয়ে ফের সরব তৃণমূল
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৪
  • সোমবার আরজি কর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানির দিন সিবিআইকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, এতদিনে সিবিআইয়ের তদন্তের কী অগ্রগতি হল? প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস।সোমবার সুপ্রিম শুনানির পর তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ও ব্রাত্য বসু। সেখানেই, মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, ‘সিবিআই কেসটি হাতে নেওয়ার পর থেকে প্রায় ২৭ দিন, ৬৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। আজও, সুপ্রিম কোর্ট সিবিআইকে আরও একটি রিপোর্ট চেয়ে আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।’

    ২৭ দিন পরেও সিবিআইয়ের তদন্তের অগ্রগতি সম্বন্ধে কেন কিছু জানা গেল না, সেই নিয়ে প্রশ্ন তোলা হয়। মন্ত্রী বলেন, ‘কয়েকদিন আগে প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের জামিন শুনানিতে অনুপস্থিত ছিলেন সিবিআইয়ের আইনজীবীরা। এতে বোঝা যায় সিবিআই অপ্রস্তুত। আমরা কি তাহলে মূল ঘটনাটি ভুলে যাব?’

    এদিনের সাংবাদিক বৈঠক থেকেও চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার ব্যাপারে আর্জি জানানো হয়। মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানাতে চাই৷ তিনি একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন যে প্রতিবাদ দায়িত্বকে অবহেলা করে হয় না। তিনি বাংলার সাধারণ মানুষের দুর্ভোগের কথা শুনেছেন এবং প্রতিবাদী চিকিৎসকদের আগামীকাল বিকেল ৫টার মধ্যে কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন।’

    রোগীদের দুর্দশার কথা মাথায় রেখে ডাক্তারদের কাজে ফেরা উচিত বলে জানায় তৃণমূল নেতৃত্ব। মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, ‘ডাক্তারদের মনে রাখা উচিত যে গরিবরা ডাক্তারদের দেবতা রূপে শ্রদ্ধা করে। তাঁদের এমনভাবে আচরণ করা উচিত যাতে তাঁরা যে সম্মানের অধিকারী, তা যেন পায়। এটাই আমরা অনুরোধ করতে চাই।’
  • Link to this news (এই সময়)