• ‘থ্রেট কালচার’ উলুবেড়িয়া মেডিক্যালেও, বিরূপাক্ষের বিরুদ্ধে সরব ডাক্তাররা
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৪
  • আরজি কর কাণ্ডের পরেই বিতর্কে জড়িয়েছেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই চিকিৎসকের বিরুদ্ধে ‘থ্রেট কালচার’ নিয়ে বিভিন্ন কলেজ থেকে একাধিক অভিযোগ আসছে। এ বার সেই তালিকায় যুক্ত হলো উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ।উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের জুনিয়র ছাত্রদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। রেসিডেন্ট চিকিৎসক শুভদীপ বসু জানান, এখানকার জুনিয়রদের এসআরদের সঙ্গে না মেশার, সেমিনারে না যাওয়ার ব্যাপারে হুমকি দেওয়া হতো। ‘থ্রেট কালচার’ উলুবেড়িয়া মেডিক্যাল কলেজেও শুরু করা হয়েছিল।

    চিকিৎসক শুভদীপ বলেন, ‘বিরূপাক্ষ বিশ্বাসের পাশাপাশি সাগর দত্ত মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র সৌরভ দোলুই ফোন করে ওদের ইউনিটের সঙ্গে থাকার জন্য আমাদের এক জুনিয়র চিকিৎসককে ভয় দেখিয়েছেন।’ অভিযোগ, ‘ওঁরা জুনিয়রদের বলেছিল অন্য কলেজ থেকে কন্ট্রোল করা হবে। এমনকী পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে পাস করিয়ে দেওয়ার প্রলোভন পর্যন্ত দেখিয়েছিল এঁরা।’

    মেডিক্যাল কলেজ রেসিডেন্ট চিকিৎসক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সোমবার কলেজের অধ্যক্ষকে একটা স্মারকলিপি দেওয়া হয়। বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তাঁরা। অ্যাসোসিয়েশনের সদস্যদের বক্তব্য, মেডিক্যাল কলেজে এইসব ঘটনা আটকানোর পাশাপাশি এখানে যেন কেউ ‘থ্রেট কালচার’ চালাতে না পারে এবং দুর্নীতিগ্রস্ত মানুষেরা যাতে এখানে আসতে না পারে, সেই লক্ষ্যে আগামী দিনে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের অ্যাকশন কমিটির কাছেও স্মারকলিপি জমা দেওয়া হবে।

    উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পরেই বিতর্কে জড়ান বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় ইতিমধ্যে তাঁকে মেডিক্যাল কাউন্সিল থেকে সাসপেন্ড করা হয়েছে। ‘থ্রেট কালচার’-এর সঙ্গে যুক্ত থাকায় ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে কলকাতার বউবাজার থানাতেও।
  • Link to this news (এই সময়)