• 'CBI-র ভূমিকায় অখুশি, জুনিয়ার ডাক্তারদের কারণে রোগীমৃত্যু হয়নি'
    আজ তক | ১০ সেপ্টেম্বর ২০২৪
  • 'আরজি কর কাণ্ডে সিবিআই-এর ভূমিকায় খুশি নই। নির্যাতিতার পরিবার যাতে দ্রুত বিচার পান, সেজন্য যা করণীয় তেমন কোনও পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে পাওয়া যায়নি।' অভিযোগ করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-র বঙ্গ শাখা। তাদের তরফে এই নিয়ে একটি প্রেস বিবৃতিও সামনে আনা হয়েছে। যার ছত্রে ছত্রে একাধিক অভিযোগ করা হয়েছে। 

    সেই প্রেস রিলিজে উল্লেখ, আইএমএ বেঙ্গল আশা করেছিল, আজ সুপ্রিম কোর্টের শুনানি থেকে সদর্থক কোনও খবর পাওয়া যাবে। তবে তাঁরা হতাশ হয়েছেন। সেখানে লেখা, 'আমরা সিবিআই-এর ভূমিকায় খুশি নই। আমাদের সহকর্মীর পরিবার যাতে দ্রুত সুবিচার পায় সেজন্য কোনও পদক্ষেপ দেখিনি।' 

    সুপ্রিম কোর্টের তরফে আজই নির্দেশ জারি করা হয়, জুনিয়ার ডাক্তাররা যেন কাল বিকেল ৫ টার মধ্যে কাজে ফেরেন। সেই প্রসঙ্গে বলা হয়েছে, 'সুপ্রিম কোর্ট আন্দোলনরত ডাক্তারদের আগামিকাল বিকেল ৫ চার মধ্যে কাজে ফিরতে বলেছে। তাতে আমরা হতাশ।' 

    রাজ্যের বেশ কয়েকটি হাসপাতালে রোগীর মৃত্যু হয়েছে চিকিৎসদের কারণে। এমন অভিযোগও কোর্টে করা হয় আজ। তারও উত্তর দেওয়া হয়েছে সেই প্রেস রিলিজে। জানানো হয়েছে, 'হাসপাতালগুলিতে কয়েকজনের মৃত্যুর জন্য জুনিয়র ডাক্তারদের যেভাবে দায়ী দেখানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কারণে কোনও হাসপাতালে পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত হয়নি।'

    IMA-র বঙ্গ শাখার তরফে আরও জানানো হয়, আন্দেোলন জারি থাকবে। সেখানে উল্লেখ, 'আমরা সকলেই জানি যে, আমাদের জুনিয়র সহকর্মীরা অভয়ার বিরুদ্ধে জঘন্য অপরাধের জন্য দ্রুত ন্যায় বিচার চাইছেন। স্বাস্থ্য সিন্ডিকেটের বিরুদ্ধেও লড়াই জারি রয়েছে। যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। সেই আন্দোলন জারি থাকবে।' 

    সিবিআই-এর সঙ্গে রাজ্য সরকারের সমালোচনাও করা হয় প্রেস রিলিজে। জানানো হয়, 'আমরা দুঃখের সঙ্গে বলতে চাই, সিবিআই দ্রুত বিচারের জন্য ইতিবাচক পদক্ষেপ দেখায়নি। রাজ্য সরকারও এই স্বাস্থ্য সিন্ডিকেটের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করেনি।' 

    তবে আইএমএ জুনিয়ার ডাক্তার ও আন্দোলনকারীদের পাশে আছে বলে সাফ করে দিয়েছে। তারা লিখেছে, 'IMA সমগ্র চিকিৎসক সম্প্রদায় এবং সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে, প্রতিবাদটি চলবে। আগামী দিনে তা আরও শক্তিশালী হবে। বিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই চলতে থাকবে।' 
  • Link to this news (আজ তক)