• 'আরে, আমরা প্রমাণ লোপাট করতে যাব কেন?', সেমিনার রুম ভাঙা নিয়েও সরব মমতা
    ২৪ ঘন্টা | ১০ সেপ্টেম্বর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর হাসপাতাল কাণ্ডে সেমিনার রুমের পাশের জায়গা ভেঙে সংস্কার করা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। প্রমাণ লোপাটের অভিযোগও ওঠে।  এবার এই বিষয়ে মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রশাসনিক বৈঠক থেকে বলেন, 'এটি নিয়ে নানান রকম তথ্য প্রমাণ লোপাটের কথা বলা হচ্ছে। বলা হচ্ছে যে প্রমাণ লোপাট করার জন্যই নাকি ওটা ভাঙা হয়েছে। এভিডেন্স লোপাট আমরা করতে যাব কেন? কাকে বাঁচানোর জন্য? কেউ আমার বন্ধু নয়, কেউ আমার শত্রু নয়।'

    রাজ্য সরকারের সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'অনেকে বলছেন ওখানে কেন রেস্টরুম করতে গেল! আরে ওখানে রেস্টরুম থাকলে তো আর মেয়েটিকে ওই সেমিনার রুমে যেতে হতো না। তাই আমরা যাতে ডাক্তারদের সেমিনার হলে না থাকতে হয়। তাই বিশ্রাম ঘর ও সংলগ্ন শৌচালয় বানিয়ে দেওয়ার কথা হয়েছিল। কিন্তু কাজটি করতে দেওয়া হয়নি।' 

    মমতার বক্তব্য, 'আমার সঙ্গে কারও কোনও যোগ নেই। আমিও কারও সঙ্গে জড়িত নই। আমি যখন কোনও পদে বসি, সেই পদকে সম্মান করতে আমি জানি। অনেক অসম্মান-অপমান করছেন মিথ্যা কথা বলে, কুৎসা রটিয়ে। আর করবেন না।' নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বললেন, 'অনেকে বলছেন আমি টাকার কথা বলেছি। আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখাক, কোথায় আমি টাকার কথা বলেছি। মিথ্যা কথা বলা হচ্ছে। এগুলি অপপ্রচার, চক্রান্ত।'

    মুখ্যমন্ত্রীর কথায়, 'আমি বাবা-মাকে যা বলেছিলাম তা হল, দেখুন, মৃত্যুর বিকল্প টাকা হয় না। যদি মেয়ের স্মৃতিতে কিছু করতে চান জানাবেন। সরকার পাশে আছে।' 

     

  • Link to this news (২৪ ঘন্টা)