• আঁধারে প্রতিবাদের আলো! অভয়ার বিচার চেয়ে কফি হাউজের টেবিলে জ্বলন্ত মোমশিখা
    প্রতিদিন | ১০ সেপ্টেম্বর ২০২৪
  • অরিজিৎ সাহা, কলকাতা: দশকের পর দশক ধরে বিপ্লবের আঁতুরঘর। কলকাতা তৎসহ গোটা বাংলার ‘যুবকেন্দ্র’। বয়সে নয়, চেতনায়। সিগারেট আর কফির গন্ধেও বিপ্লবের ফ্লেভার। সুনীল-শক্তি-বিনয়-উৎপলের সেই আড্ডাঘর, অসংখ্য লিটল ম্যাগাজিনের জন্ম-মৃত্যুর সাক্ষী কফি হাউজে আন্দোলনের ঢেউ আছড়ে পড়বে না, তা কি হতে পারে! অতএব, আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে কফি হাউজের টেবিলে টেবিলে জ্বলে উঠল মোমের আলো।

    সোমবার এক মাস অতিক্রান্ত হয়েছে আর জি কর কাণ্ডের। যদিও এখনও পর্যন্ত তদন্তের কিনারা করতে পারেনি সিবিআই। সঞ্জয় রায়ের পর দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছেন হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তাঁর কয়েক জন সঙ্গী। অন্যদিকে আজ সুপ্রিম কোর্টের শুনানিতে চিকিৎসকদের কাজে ফিরতে বলেছে বিচারপতিদের বেঞ্চ। মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে হবে চিকিৎসকদের। নির্ধারিত সময়সীমার মধ্যে যদি তাঁরা কাজে না ফেরেন, তাহলে চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপও করতে পারে রাজ্য। তবে আদালত এও জানায়, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে।
  • Link to this news (প্রতিদিন)