• ‘রেপ-টেপ সব জায়গায় হয়’, আরজি কর-কাণ্ডের প্রতিবাদকে সমর্থন করেও বিতর্কে সৌরভ-পত্নী ডোনা
    আনন্দবাজার | ০৯ সেপ্টেম্বর ২০২৪
  • আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছিল। এ বার আরজি কর-কাণ্ড নিয়ে সৌরভ-পত্নী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে শুরু হল শোরগোল। সোমবার পূর্ব বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে স্থানীয় বিধায়ক খোকন দাসের উদ্যোগে নৃত্য উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোনা। সেখানে তিনি বলেন, ‘‘ডাক্তারদের তো কাজে যোগ দিতেই হবে। কারণ বহু মানুষ চিকিৎসা পাচ্ছেন না। লোক মারা যাচ্ছে।’’ এর পরেই নৃত্যশিল্পীর সংযোজন, ‘‘রেপ-টেপ সব জায়গাতেই হয়। কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে?’’

    আরজি করের ঘটনা প্রসঙ্গে ‘বিচ্ছিন্ন ঘটনা’, ‘দুর্ঘটনা’-র মতো দুটো শব্দ ব্যবহার করেছিলেন সৌরভ। যা নিয়ে শোরগোল হয়। নিন্দার মুখে পড়ে তিনি অবশ্য দাবি করেন তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। আন্দোলনে যোগ দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। যদিও ওই সময় তাঁকে নিয়ে ওঠা জনরোষ দেখে সেই অনুমতি দেয়নি পুলিশ। সেই মিছিলে হাঁটেন তাঁর স্ত্রী ডোনা এবং কন্যা সানা। সৌরভকেও মিছিল শেষে নির্যাতিতার ছবির সামনে মোমবাতি জ্বালাতে দেখা গিয়েছিল। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে সারা পৃথিবীর কাছে একটা উদাহরণ তৈরি হয়।’’ ডোনা আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে যে আন্দোলন হচ্ছে তাকে সাধুবাদ দেন। তিনি বলেন, ‘‘বাংলার সব মানুষ প্রতিবাদ করছেন, এটা একটা বিরাট ব্যাপার। আজও আমরা ‘তাসের দেশ’ মঞ্চস্থ করছি। এটাও একটা প্রতিবাদ। আশা করছি, তাড়াতাড়ি জাস্টিস (বিচার) পেয়ে যাবে।’’ আরজি করের ঘটনা নিয়ে তিনি এ-ও বলেন, ‘‘এত দিন মনটা খুব খারাপ ছিল। এখন ভরা অডিটোরিয়াম দেখে আমি খুবই আনন্দিত। বর্ধমানে অনুষ্ঠান করতে এসে ভাল লাগল।’’

    সৌরভও অন্য একটি অনুষ্ঠানে আরজি-কর কাণ্ডের প্রেক্ষিতে প্রতিবাদ মিছিলকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘অরাজনৈতিক মানুষেরা যে ভাবে রাস্তায় নেমেছেন, তাতে আমিও চাই মেয়েটি যেন সুবিচার পায়। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে একটা উদাহরণ তৈরি হয়। বিচার পেতে হয়তো সময় লাগে। কিন্তু সাধারণ মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, তা দেখার মতো।’’
  • Link to this news (আনন্দবাজার)