• শুক্রবারের মধ্যে সরাতে হবে বিনীতকে, অন্যথায় লালবাজারে ধর্নায় বসবেন বামেরা, জানিয়ে দিলেন সেলিম
    আনন্দবাজার | ০৯ সেপ্টেম্বর ২০২৪
  • পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে শুরু হয়েছে বামেদের লালবাজার অভিযান। সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে এগোচ্ছিল মিছিল। কিন্তু লালবাজারের অনেক আগেই, বেন্টিঙ্ক স্ট্রিটের মুখে মিছিল আটকে দিল পুলিশ। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের দাবি, লালবাজার অভিযান থেকে গ্রেফতার হয়েছেন ১৪ জন কর্মী সমর্থক। প্রতিবাদ স্বরূপ রাস্তায় বসে পড়েছেন বামেরা। বেন্টিঙ্ক স্ট্রিটে ব্যারিকেডের সামনেই চলছে অবস্থান।

    সিপিকে ১৩ তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দিল সিপিএম

    রাজ্যকে আগামী ১৩ তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দিল সিপিএম। সিপিএমের তরফে মহম্মদ সেলিম ঘোষণা করলেন, ১৩ সেপ্টেম্বরের মধ্যে সিপিকে সরানো না হলে ১৪ তারিখ থেকে লালবাজার ঘেরাও করে রাতভর ধর্নায় বসবেন তাঁরা।
  • Link to this news (আনন্দবাজার)