• অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগনা জেলার লোকশিল্পী সম্মেলন
    আজকাল | ০৯ সেপ্টেম্বর ২০২৪
  • তীর্থঙ্কর দাস: অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগনা জেলার লোকশিল্পী সম্মেলন। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র এবং জেলা ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সোমবার আয়োজিত হল ২০২৪ সালের লোকশিল্পী সম্মেলন।

    কলকাতার মধুসূদন মঞ্চে ৩০০ জন বিভিন্ন আঙ্গিকের লোকশিল্পী নিয়ে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হয় এদিন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য লোকসংস্কৃতির বিভিন্ন আঙ্গিকের মাধ্যমে সরকারি প্রকল্পগুলির বিষয়ে সকলকে অবগত করা এবং লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখা।
  • Link to this news (আজকাল)