• ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু দমদমের পঞ্চম শ্রেণির পড়ুয়ার
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৪
  • ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল পঞ্চম শ্রেণির এক ছাত্রের। মৃত ছাত্রের নাম সৃজন সাহা। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। একাধিক হাসপাতালে সঠিক চিকিৎসা পরিষেবা না মেলার দাবি করেছেন মৃত পড়ুয়ার পরিবারের লোকজন।দক্ষিণ দমদম পুরসভার ২৭নং ওয়ার্ডের শ্যামনগর দাস ভিলা এলাকার বাসিন্দা সৃজন। পরিবারের দাবি, জ্বর হওয়ার কারণে বৃহস্পতিবার রক্তের নমুনা পরীক্ষা। এরপরেই জানা যায় শিশুটি ডেঙ্গি আক্রান্ত। শুক্রবার সকালেই দক্ষিণ দমদম পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পঞ্চম শ্রেণির ছাত্রকে। পরিবারের অভিযোগ, শুক্রবার দক্ষিণ দমদম পুর হাসপাতালে নিয়ে গেলেও সেখানে কোনওরকম চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি। শিশুটিকে অন্য হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়।

    এরপর তাঁকে বেলঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের। তাঁদের আরও অভিযোগ, আইডিতে সামান্য স্যালাইনটুকু দেওয়া হয়নি। আইডিতে থাকাকালীন প্লেটলেট দেড় লক্ষ থেকে ৪০ হাজারের নীচে নেমে যায়। ওইদিন ভোর রাতে শিশুটির অবস্থা আরও খারাপ হয়ে যায়। এরপরে শনিবার সকালে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে সৃজনকে ভর্তি করা হয়।

    ওইদিন বিকেলে সৃজনের মৃত্যু হয়৷ সৃজনের পরিবারের এক সদস্যের অভিযোগ, ডাক্তারদের আন্দোলনের জেরে পরিষেবা পাওয়া যায়নি। ডাক্তারদের আন্দোলনকে তাঁরাও সমর্থন করেন। কিন্তু তাঁদের মতো অসহায় মানুষদের দিকে তাকানো উচিৎ। পরিবারের দাবি, এই অন্দোলনের জেরে পরিষেবা না পেয়ে মৃত্যু হয় তাঁদের সন্তানের। সৃজনের মায়ের দাবি, দক্ষিণ দমদম পুরসভার পুর হাসপাতালে সঠিক পরিষেবা মেলেনি। বেলেঘাটা আইডিতেও পরিষেবা না মেলায় সন্তানহারা হতে হল তাঁকে।
  • Link to this news (এই সময়)