• আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে
    হিন্দুস্তান টাইমস | ১০ সেপ্টেম্বর ২০২৪
  • আড্ডায় আছে কফি হাউস। বাঙালির প্রেমে কিংবা প্রেম ভেঙে যাওয়ার দুঃখে আছে কফি হাউস। এবার আরজি কর কাণ্ডে আন্দোলনের সঙ্গে জড়িয়ে গেল কফি হাউসের নাম। কফি হাউসের প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি। গাওয়া হল প্রতিবাদের গান। গাওয়া হল জাতীয় সংগীত। উঠে দাঁড়ালেন সকলে। কফি হাউস ফের জানিয়ে দিল হারিয়ে যায়নি কলকাতা। কফি হাউস আছে কফি হাউসেই। বহু আন্দোলনের আতুরঘর হল এই কফি হাউস। 

    গোটা বিশ্ব যখন আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামছে তখন ফের চেনা ছন্দে ফিরল কফি হাউস। কফি হাউসে অনেকেই আসেন স্রেফ আড্ডা দিতে। তবে আরজি কর কাণ্ড কার্যত সব কিছু ওলটপালট করে দিয়েছে। কফি হাউসে প্রতিটি টেবিলে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। সেই সময় কফি হাউসে উপস্থিত অনেকেই এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হন। কোনও বিশেষ রাজনৈতিক দলের তরফে নয়। তবে অরাজনৈতিকভাবে বহু মানুষ এদিন কফি হাউসের এই কর্মসূচিতে শামিল হয়েছিলেন। 

    এক অন্যরকম প্রতিবাদ ফের দেখল কফি হাউস। কোথাও কোনও রাজনৈতিক দলের পতাকা ছিল না। একেবারে অরাজনৈতিক দলের প্রতিবাদ কর্মসূচিতে শামিল হল কফি হাউস।  
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)