• নবপত্রিকার স্নানে তলোয়ার নিয়ে শোভাযাত্রা বসু পরিবারের পুজো-ঐতিহ্য
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: এখনও প্রথা অনুযায়ী বসু পরিবারের দুর্গোৎসবে নবপত্রিকা স্নানের সময় তলোয়ার নিয়ে শোভাযাত্রা হয়। প্রতিবছরের ন্যায় এবছরও গোয়ালতোড় থানার নোহারি এলাকায় তিনশো বছরের প্রাচীন বসু পরিবারের দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে। জানা গিয়েছে, বসু পরিবারের সদস্যরা বিদেশ থেকে পুজো উপলক্ষ্যে আসবেন।  জনশ্রুতি আছে, নদীপথে নোহারিতে আসেন বসু পরিবারের সদস্যরা।  প্রথমে তাঁরা শীলাবতী নদীর নিকটবর্তী স্থানে রাধা দামোদর মন্দির এবং দুর্গা মাতার মন্দির নির্মাণ করে বসবাস শুরু করেন। তবে বন্যার প্রকোপ থেকে রক্ষার তাগিদে অপেক্ষাকৃত একটি উঁচু জায়গায় আনুমানিক ৩১২ বৎসর পূর্বে রাধা দামোদর মন্দির ও দুর্গা মন্দির পুনঃপ্রতিষ্ঠা করে বসতি স্থাপন করা হয়। সেই স্থানটি বর্তমানে নোহারির সমগ্র বসুদের বাসস্থান। রাধানগর ও নোহারির বসু পরিবারে শাক্ত ও বৈষ্ণব এই দু’টি ধারা অনুসরণ করা হয়। জানা গিয়েছে, নোহারির বসু পরিবারের পূর্বপুরুষ কাশীনাথ বসু ও মুক্তিনাথ বসুর সময়কালে দুর্গাপুজো দু’ভাগে বিভক্ত হয়। প্রথম ভাগ বড় বসু ও অপর ভাগ ছোট বসুতে বিভক্ত হয়ে বর্তমান কাল পর্যন্ত চলে আসছে।বড় বসু পরিবারের অন্যতম সদস্য চন্দন বসু বলেন, এবছরও নিয়ম রীতি মেনে পুজোর আয়োজন শুরু হয়েছে। বিদেশ থেকেও আত্মীয়স্বজনরা আসবেন। আমন্ত্রণ জানাচ্ছি।  বসুবাড়ির উমা। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)